এই পুরুষ,
সব নারী কি এক? সবাই কি নষ্টা ছলনাময়ী?
কামনার বারুদে ঠাসা টোটা?
ঘৃণার পাত্রে শেষ বিষ বিন্দুর ফোঁটা?
তবে একটু বলি শোন,
ঘৃণা কর জন্মঘর জরায়ু
তার বহনকারী,ধারক ও বাহক
তোমার গর্ভধারিণী, তোমার মাতা।
জানি পারবে না। আর এতেই বেরিয়ে আসবে, সমগ্র নারীকুল এক নয়।
কেউ নষ্টা কেউ তোমার মাতা
কেউ ছলনার দেবী
আবার…
কেউ দুহাত বাড়িয়ে প্রেমের বেদিতে অপেক্ষমান দেবী।
এই নারী,
সব পুরুষ কি এক? ধর্ষক কি দেহ ভক্ষক?
অত্যাচারীর শানিত অস্ত্রের সুর?
ধ্বংসের একমাত্র অসুর?
তবে একটু বলি শোন ,
ঘৃণার আগুনে ছারখার কর জন্মবীর্য
তার ক্ষরণকারী,ধারক ও বাহক
তোমার বীর্যরূপী ঔরষধারী, তোমার পিতা।
জানি পারবে না। আর তাতেই প্রমাণিত, সমগ্র পুরুষকুল এক নয়।
কেউ ধর্ষক কেউবা তোমার পিতা।
কেউ দেহ ভক্ষণ দেব জিউস
আবার…
কারো সব কিছু থেকেও তোমার জন্য নিঃস্ব প্রেমিক
প্রেমের দাবীতে দেবতা কিউপিড।
অসাধারণ (Y)
@এম এস নিলয়, অসংখ্য ধন্যবাদ নিলয় দা।
মুক্তমনায় স্বাগতম। চমৎকার কবিতা। (F) (F)
@রতন কুমার সাহা রায়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন। (F)
বাহ, চমৎকার। মুক্তমনায় স্বাগতম শুভ। মুক্তমনায় পথ চলা শুভ হোক। আর কবিতা, তোমার কবিতার মুগ্ধ পাঠক আমি অনেক আগে থেকে। তাই আবারো মুগ্ধতা রেখে গেলাম। অনেক অনেক শুভ কামনা।
@ফারজানা কবীর খান স্নিগ্ধা, অনেক অনেক ধন্যবাদ আপু তোকে। তোর উৎসাহ আমাকে সব সময় অনুপ্রেরণা জুগিয়ে থাকে। (D)
হাউডি (D)
@কাজী রহমান, ধন্যবাদ আপনাকে। (D)
মুক্তমনায় স্বাগতম শুভ। লিখতে থাকো নিয়মিত। (F) (F)
@তামান্না ঝুমু, অসংখ্য ধন্যবাদ আপু।