বিবর্তনীয় মনোবিদ্যার উপর লেখা ‘মানব প্রকৃতির জৈববিজ্ঞানীয় ভাবনা’ নামের সিরিজটাকে ই-বুক আকারে রূপ দেয়ার একটা চেষ্টা করা হল।  তিন পর্বে পুর্বে প্রকাশিত এ সিরিজিটির উপর অনেক পাঠকই খুব প্রাণবন্ত মন্তব্য করেছিলেন।  অনেকেই বিভিন্ন বিষয় জানতে চেয়েছিলেন। এই সম্পুর্ণ ই-বুকের মাধ্যমে সেই প্রশ্নগুলোর জবাব খোঁজার একটি চেষ্টা করা হয়েছে।  অনেকে আবার এ বিষয়ের উপর ভাল কিছু বইয়ের নাম জানতে চেয়েছিলেন। লেখাটির শেষে বইয়ের একটা ভাল রেফারেন্স যোগ করা হয়েছে।

সম্পুর্ণ লেখাটির উপর পাঠকদের মতামত পেলে  ভাল লাগবে।

লেখাটি পিডিএফ আকারে পড়তে নীচের ছবিতে ক্লিক করুন –

 


বিবর্তনীয় মনোবিজ্ঞান : মানব প্রকৃতির জৈববিজ্ঞানীয় ভাবনা

 

(সংবিধিবদ্ধ সতর্কতা – ফাইলের সাইজ বিশাল, কাজেই ডাউনলোড করে পড়লে সুবিধা হতে পারে)

অভিজিৎ রায়।