বিবর্তনীয় মনোবিদ্যার উপর লেখা ‘মানব প্রকৃতির জৈববিজ্ঞানীয় ভাবনা’ নামের সিরিজটাকে ই-বুক আকারে রূপ দেয়ার একটা চেষ্টা করা হল। তিন পর্বে পুর্বে প্রকাশিত এ সিরিজিটির উপর অনেক পাঠকই খুব প্রাণবন্ত মন্তব্য করেছিলেন। অনেকেই বিভিন্ন বিষয় জানতে চেয়েছিলেন। এই সম্পুর্ণ ই-বুকের মাধ্যমে সেই প্রশ্নগুলোর জবাব খোঁজার একটি চেষ্টা করা হয়েছে। অনেকে আবার এ বিষয়ের উপর ভাল কিছু বইয়ের নাম জানতে চেয়েছিলেন। লেখাটির শেষে বইয়ের একটা ভাল রেফারেন্স যোগ করা হয়েছে।
সম্পুর্ণ লেখাটির উপর পাঠকদের মতামত পেলে ভাল লাগবে।
লেখাটি পিডিএফ আকারে পড়তে নীচের ছবিতে ক্লিক করুন –
বিবর্তনীয় মনোবিজ্ঞান : মানব প্রকৃতির জৈববিজ্ঞানীয় ভাবনা
(সংবিধিবদ্ধ সতর্কতা – ফাইলের সাইজ বিশাল, কাজেই ডাউনলোড করে পড়লে সুবিধা হতে পারে)
অভিজিৎ রায়।
চূড়ান্ত ভালো লেগেছে। চোখ বুঁজে ব্যাবহার করব। স্যালুট কলমযোদ্ধাকে :guru:
অভিজিৎ দা, অনেক অনেক ধন্যবাদ এই বইটার জন্য। :guru:
ভালো লেগেছে লেখা টা পড়ে, ওয়ার্থ শেয়ারিং
I can’t open this document as It has some error. I try with Adobe reader 9.0. But I failed to open this. Please reply Sir.
অভিজিৎ দা, কী যে দারুণ একটা কাজ হয়েছে ই-বুক করে, তা বলে বুঝাতে পারবো না।
গোটা বইটা আমি আবার সময় করে পড়বো এবং এই পোস্টের লিঙ্কটা, আপনার আপত্তি না থাকলে, আমি প্রয়োজন অনুযায়ী ছড়িয়ে দেবো বিভিন্ন ফোরামে। কেননা মানুষ বড় আজব চীজ ! গুঁতা না দিলে তাঁর মনোজগতে সহজে কোন আলোড়ন তোলে না।
বিশ্বাসী-অবিশ্বাসী সবার জন্যেই এ বইটা অবশ্য পাঠ্য হওয়া উচিৎ বলে আমার ধারণা।
আপনাকে শুধু ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানালেই এটার কৃতিত্ব শেষ হয়ে যায় না, তবু আন্তরিক অভিনন্দন জানিয়ে রাখলাম।
ভালো থাকবেন, সবসময়।
@রণদীপম বসু,
আপনাকেও অনেক ধন্যবাদ রণদীপম। বাংলাদেশে এবার এলে আপনার সাথে দেখা করার ইচ্ছে আছে। আর হ্যা …লেখাটার লিঙ্ক আপনি যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন, আমার কোন আপত্তি নেই।
ভাল থাকুন, সুন্দর থাকুন।
বিদ্রঃ লগ ইন করে মন্তব্য করলে মন্তব্য মডারেশনের ছাকুনির মধ্য দিয়ে যেতে হয় না, অনাবশ্যক অপেক্ষাও করতে হয় না।