(সামির স্মরণে)
মনের চাপা কষ্টগুলো কাউকে না বলে
সবাইকে ফাঁকি দিয়ে
তুমি কোথায় গেলে চলে?
আর কি কোনদিন আসবেনা ফিরে
আর কোনদিন কি ফিরবেনা তুমি ঘরে?
মা যে তোমার বসে আছেন
তোমার পথ চেয়ে
না খেয়ে,না নেয়ে।
আল্সে ছেলে তো ছিলেনা তুমি
তবে কেন আছ এখনো ঘুমিয়ে?
দীর্ঘদিবস, দীর্ঘরজনী গেল পেরিয়ে।
উঠে পড় এবার।
কোনদিন কি জাগবেনা তুমি আর?
আমাদের প’রে অভিমান করে
কোথায় চলে গেলে তুমি?
কেন দিয়েছ আমাদের সাথে আড়ি?
কোথায় বেঁধেছ তোমার ঠিকানাবিহীন বাড়ী?
দেখ তোমার শোকের মাতম পড়েছে মুক্তমনায়
দেখ তোমার শোকের মাতম পড়েছে
তোমার মায়ের আঙিনায়।
তুমি কি শুনছনা মায়ের আর্তনাদ?
তুমি কি দেখছনা তাঁর অশ্রুর প্রপাত?
আর কোনদিন কি তুমি কইবেনা কথা,
কইবেনা কি তোমার মনের ব্যথা?
পৃথিবী মৌলবাদে ছেয়ে গেলেও না?
পৃথিবীর সব রমণীকে বস্তাবন্দী করা হলেও না?
গহীন অন্ধকারে পৃথিবী ডুবে গেলেও না?
কেন এতো অভিমান ছিল আমাদের প’রে
কেন তুমি চলে গেলে চিরতরে?
একটি বার অন্তত আস ফিরে
বলো আমাদের,কি তোমার কষ্ট
কেন এতো অভিমান।
চলে গেছ তুমি কোন্ সুদূরে, কোথায়?
মা যে তোমার বসে আছেন তোমার প্রতীক্ষায়।
কবিতা ভালো হয়েছে সেটা বলতে ভুলে গিয়েছি 🙁
@স্বাধীন,
ধন্যবাদ।
ছেলেটা চলে গেল, কিন্তু কেন গেল সেটা বলে গেল না। 🙁
আপনি কি সুন্দরভাবে আমাদের সবার মনের ব্যাথা প্রকাশ করেছেন!
@আবুল কাশেম,
এ ক্ষতি পুরন হবার নয়, এ ব্যথা ভুলার নয়।শুধু চেষ্টা করেছি ব্যথাটুকু প্রকাশ করতে।
@তামান্না ঝুমু,
সামির তার মাকে আজীবনের জন্য তার পথ চেয়ে বসিয়ে দিয়ে যাওয়া তার উচিত হয়নি।
ঝুমু, আপনার আবেগ আমাকে ও মথিত করছে।
@গীতা দাস,
আমি মনে প্রাণে কামনা করেছিলাম এ দুঃসংবাদটি যেন মিথ্যে হয়।হঠাৎ যেন শুনতে পাই খবরটি ভুল ছিল।কিন্তু তা আর হল কই?
ভাল লাগল কবিতাটা, তামান্না। সামির আর কোনদিনই জানবে না কত মানুষ তাকে এভাবে মনে করেছে। এই ভাললাগাগুলো জানলে হয়তো কখনোই এভাবে চলে যেত না… (F)
@অভিজিৎ,
আমার কাছে এখনো অবিশ্বাস্য লাগছে যে সামির আর আমাদের মাঝে নেই। মনকে জন্মসূত্রে পাওয়া অন্ধবিশ্বাস হতে সম্পূর্ণ মুক্ত করতে পারা সহজ ব্যাপার নয়।সামির সেটা পেরেছিলেন। পৃথিবীর দম বন্ধ হয়ে আসছে কুসংস্কারের অন্ধকারে ডুবে থাকতে থাকতে।তাই পৃথিবী থেকে একজন মুক্তমনা চলে যাওয়া মানে পৃথিবীর অনেক অনেক ক্ষতি।
@তামান্না ঝুমু,
তামান্না,
“সামির স্মরণে” এমন মন-প্রান ছুঁয়ে যাওয়া বিষন্নমাখা ভালোবাসাময় কবিতার জন্য একরাশ গোলাপ শুভেচ্ছা (F) (F) (F) (F)
সাথে সামির পরিবারের জন্য থাকল একবুক সমবেদনা যারা আজ শুধু তার অকাল প্রয়ানে দিশেহারা।
@মাহবুব সাঈদ মামুন,
আপনাকে ধন্যবাদ।সামিরের সাথে আমাদের ব্যক্তিগত পরিচয় বা যোগাযোগ ছিলনা তার পরেও আমরা তার অকাল প্রয়াণে মর্মাহত।তার পরিবার পরিজনের মানষিক অবস্থার কথা চিন্তা করলে অন্তর কেঁপে উঠে।মুক্তমনার মাধ্যমে তাঁদেরকে গভীর সমবেদনা জানাচ্ছি।