লিখেছেন – কবুতর।

ঈশ্বর ভগবান খোদা আল্লাহ যীশুর নামে শপথ করছি,
আমার যত পাপ-পূন্য আছে তাদের নামে শপথ করছি,
হয়তো পথের সেই শিশুটির জন্য আজ আমার শপথ,
হয়তো না খেয়ে থাকা মানুষটির জন্য আমার হাহাকার,
ঈশ্বর কি জানে না, মানুষের এ সব কষ্টের কথা,
নাকি জানার মত ক্ষমতা নেই তাহার,
তবুও আমি পুতুলের মত সেই ঈশ্বরের নামে শপথ করছি,
যদিও না পারি সবাই কে কাছে টানতে, আপন করতে,
তারপরও একটি শিশু যেন পায় আহার আমার কারনে।

কবুতর