লিখেছেন – কবুতর।
ঈশ্বর ভগবান খোদা আল্লাহ যীশুর নামে শপথ করছি,
আমার যত পাপ-পূন্য আছে তাদের নামে শপথ করছি,
হয়তো পথের সেই শিশুটির জন্য আজ আমার শপথ,
হয়তো না খেয়ে থাকা মানুষটির জন্য আমার হাহাকার,
ঈশ্বর কি জানে না, মানুষের এ সব কষ্টের কথা,
নাকি জানার মত ক্ষমতা নেই তাহার,
তবুও আমি পুতুলের মত সেই ঈশ্বরের নামে শপথ করছি,
যদিও না পারি সবাই কে কাছে টানতে, আপন করতে,
তারপরও একটি শিশু যেন পায় আহার আমার কারনে।
কবুতর
এ প্রশ্ন আদি এবং ভবিৎসতেও থাকবে।
দারুন।চলুক (Y)
প্রগতিশীল, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত লেখা এখানে আসা দরকার।
হ্যাঁ, এইটা বরং ভাল কারন তা করতে কোন কথিত স্রস্টা দরকার নেই। আপনি এবং আপনার দৃপ্ত দৃঢ় শুভেচ্ছাই যথেষ্ট।
@কাজী রহমান, Dhdধন্যবাদ। আসুন আমরা সবাই এই কথায় শপথ করি।