মানব সভ্যতার জন্য আরো একটি বিষাদময় সময় এখন। শ্রীলঙ্কায় ঘটানো অতি সাধারণ নিরীহ ক্রিষ্টান বা অন্য যে কোন মানুষের উপর অর্থহীন হত্যাকাণ্ডের প্রতি মুক্তমনা সম্পাদকমন্ডলী তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই যে প্রাতিষ্ঠানিক ধর্ম পালন কখনো ধর্মান্ধতাকে থামাতে পারে না, বরং অন্যের ক্ষতি না করে কি করে নানা পথে জীবনকে মুক্তচিন্তার আলোয় যাপন করা যায় তা নিয়ে ভাবা প্রয়োজন। সন্তানেরা যেন বিভিন্ন জ্ঞানভিত্তিক মুক্ত ভাবনার আবহে বড় হতে পারে, যেন মানবতা ও যুক্তির আলোয় বেড়ে উঠতে পারে আর তারপর তাদের পছন্দের জীবন দর্শন বেছে নিতে পারে, অভিভাবকদের তেমনটিই ভাবা দরকার। আধ্যাত্বিকতা অন্ধ বিশ্বাসপ্রসূত কিছু নয়, এটি বরং এই মহাবিশ্বকে জানার গভীরতাতেই নিহিত।
মানব সভ্যতার জন্য আরো একটি বিষাদময় সময় এখন: শ্রীলঙ্কা
About the Author: মুক্তমনা সম্পাদক
অভিজিৎ রায় (১৯৭২-২০১৫)
যে আলো হাতে প্রগতির পথ চলতে গিয়ে আঁধারজীবীদের হাতে নিহত হয়েছিল অভিজিৎ রায়, সেই আলো হাতেই চলব আমরা যুক্তির পথে মুক্তির তরে, অবিরাম।
খুবই দুঃখের