কবি শামসুর রাহমানের বাসায় হামলা হয়েছিল, হামলা করেছিল মহান ধার্মিক বান্দারা। বিচার হয়নি । কেবল লেখক নন; বাংলা ব্যাকারণের শক্ত কাঠামো দাড় করিয়ে দেবার ক্ষমতাধারী অধ্যাপক লেখক হুমায়ুন আজাদকে কুপিয়ে আহত করে; অতঃপর হত্যাই করা হল । বিচার হয়নি, হবে না । লেখক চিন্তক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হল , বিচার হয়নি, হবে না । অনন্ত বিজয়কেও কুপিয়ে হত্যা করা হল, বিচার হয়নি , হবে না । তালিকা দীর্ঘ , তাই বিরতি ।
প্রায় প্রতিদিন হিন্দুদের অথবা পাহাড়ীদের বা আদিবাসীদের উচ্ছেদ, ধর্ষণ, খুন করা হচ্ছে । বিচার হয়নি, হবে না ।
তনু হিজাব পরিহিত মুসলিম কন্যা , কিন্তু বাবা গরীব , তাই নানা রকম টালবাহানা চলছে ।
রূপপুর পারমাণবিক চুল্লী দিয়ে, দেশকে চুলার উপর বসিয়ে রাখার আয়োজন সম্পন্ন, প্রতিবাদ্গুলো কানে তোলা হয়নি, হবে না
রামপাল এবং বাঁশখালীর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কারখানার ভয়াবহ পরিণতি নিয়ে , দেশের চিন্তক, লেখক এবং প্রতিবাদী কর্ম্মীগণ সোচ্চার; কিন্তু কাজ হয়নি, হবে না ।
দেশের প্রগতিশীল শক্তিগুলো তাঁদের সাধ্যমত আন্দোলন গড়ে তুলতে গিয়ে ডাক দিয়েছে, হরতালের । আগামী ২৫ শে এপ্রিল হরতাল ।
আমরা কি হেরে যাব ?
দেখা হবে ২৫ শে এপ্রিল ।
জোর আওয়াজ তুলুন বন্ধুরা – আমরা পরাজয় মানব না ……………।
নিয়মের বাইরে , কখনও কখনও অনিয়মই উঠে , ভবিষ্যতের নিয়ম । আসুন, আমরা নিয়মের বাইরে অবস্থান করে, যা অতীতের ন্যায় নয় ( সেই অন্যায়কে বরণ করে ধন্য হই ) তাকে বরণ করি, অন্যায় করি।
আওয়াজ তোলার পরিণতি জেনেও আওয়াজ তুলে চলেছি।
অভিনন্দন সুহৃদ ।
😥
যে কোন সময়ের তুলনায় , আমরা এই খণ্ডিত বাংলায়; দুঃসহ অন্ধকারে পতিত । এখানে কোন মানুষেরই নিরাপত্তা নেই, স্বাধীনতা নেই । এ এক বধ্যভূমি। এখানে হত্যার বিচার হয় না, বরং খুনীদের উৎসাহিত করা হয় ।
আপনার পূর্ব্বপুরুষের ভূমি এখন শশ্মানে পরিণত হয়েছে।
সংগঠিত প্রতিবাদ, প্রতিরোধ ছাড়া উপায় নেই।
ঠিক বলেছেন ,প্রতিবাদ চলুক , অভিনন্দন রইল পশ্চিম বঙ্গ থেকে।
পড়লাম পুরোটা।
সংক্ষেপের মধ্যে ভাল লিখেছেন, সময় উপযোগী লেখা। সাম্প্রতিক একটি ভিডিও দেখলাম যে একজন কট্টর বাদি ইসলামী নাম মুফসসিল ইসলাম , তিনি তাঁর মত পরিবর্তন করেছেন এবং ইসলামের অসাড়তা প্রকাশ্যে এনেছেন। একজন কট্টরপন্থীর পরিবর্তন হয়েছে। কতজনকে মারবে উগ্রবাদি আর এই জামাতরা, এই উদাহরণ দেখেই বোঝা যায় শেষ অব্দি মুক্ত চিন্তার জয় অনিবার্য। যে কোনো লড়াই এ অনেকে শহিদ হয় , যেমন হয়েছেন অভিজিত রায়, নিলয় নিল, ওয়াশিকুর রহমান এবং বর্তমানে নিজামুদ্দিন সামাদ। কিন্তু “আমরা শোকা হত কিন্তু অপরাজিত”। মুক্ত মনার জয় হোক, মুক্ত চিন্তা পৃথিবীর পরিবর্তন আনুক।
অভিনন্দন জানাই আমার পুরবপুরশের পূর্ববঙ্গ আজকের বাংলাদেশকে। বাংলা ও বাঙালি এগিয়ে চলতে শুরু করুক এই নব বর্ষ থেকে।