এক পলকেই উনিশ,
ডি এম সি তে গুনিস।
কেউবা পুরাই আলু পুড়া, কেউবা আবার ফিনিশ
মুখপোড়া সব কাদছে দেখ
কাউরে কী তুই চিনিস!
দুর্গা রাণীর রুপের ছটা, এক্কেবারেই শেষ
মুখপুড়িরে পড়াই দিসি কালী মাতার বেশ।
মিটায়ে দিসি দস্যি ছেলের ঢা্কা দেখার খা’ব
অগ্নি গোলায় পইড়া শেষে যমরে ডাকে বাপ।

হাট বাজারে মারছি ছুঁড়ে, আগুন বোমার চাকা
বাদুড় ঝোলা বাসগুলো সব এক লহমায় ফাকা।
এক লহমায় উনিশ,
আমরা দারুণ খুনীস।

আমরা দারুণ ছুঁড়তে পারি, তেতুল বাবার দোয়া,
খেলটা এখন জমছে যেন ছেলের হাতের মোয়া,
পুড়বে গাড়ি, ট্যাম্পু লরী, আর যা বল যেটি,
সিংহাসনে বসবে এবার লাট সাহবের বেটী।