একদিন আমি হারিয়ে যাব। সত্যি হারিয়ে যাব, দেখতে।
একদিন আমি হারিয়ে যাব। অভিমানে অথবা দুঃখ বিলাসে;
তোমারা জানবে না কারণ। কারণ হয়ত তখনই সময়।
রাত্রির মরুতারা সাথে নিয়ে
একা হয়ে একলা দাঁড়াবো,
যাচ্ছেতাই আমি আমার মত।
আলো অন্ধকার যেখানে একঘরে; কাছাকাছি বালুঝড়ে অপাংক্তেয় আমি;
আমি আমায় মিশে গিয়ে, অন্তত একবার সত্যিই দাঁড়াবো;
আমার সমস্ত অনুভব নিয়ে। একাগ্র একান্তে আমাকে নিয়ে।
শব্দগুলো যেখানে অনেকটা অপার্থিব,
প্রাচীন পৃথিবী যেখানে আপনার,
দিগন্তরেখার আদুরে আলো যেদিকে,
সেখানটায় একবার, আমার জন্য,
আমি একলা দাঁড়িয়ে দেখব।
আমার মত। আমি হতে।
একদিন আমি হারিয়ে যাবই।
ইউটিউব লিঙ্ক
Audio only: Memo -final-g-1
কবিতার কথা গুলো ভালো লাগলেও কিছু একটা মিসিং মনে হ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ঠিক কাব্যিক ঠেকছে না। অনুভূতিটা ভাল লাগলো। কবিতার খিলান ধরে একটু নাড়াচাড়া করলে মনে হয় কাব্যিক রসের বন্যা বয়ে যাবে। একটু কাটিকুটি করে দেখুননা আর একবার! (Y)
@অরণ্য,
বন্ধু, ইচ্ছে হচ্ছে না যে? কি করি বলুন তো? :-s
@কাজী রহমান,
বাঁচালেন। চাইলেই যে নতুনের সৃষ্টি করতে পারে পুরনোকে নিয়ে টানাহেস্রা কেনইবা করবে সে! লিখে ফেলুন আরও কিছু লাইন। নিয়ম অনিয়ম মেনে চলাযে একান্তই প্রবন্ধকারের কাজ, এযে কবির জন্য নয়। (F)
দুঃখিত। কাজী রহমানের কবিত্ব শক্তি এ কবিতায় অনুপস্থিত।
@গীতা দাস,
হা হা হা হা, এখানে শুধু নিজেকে নিজের সামনে দাঁড় করিয়েছি; স্বার্থপর এবং একান্ত স্বার্থপর ভাবে। পৃথিবী ছেড়ে অন্য কোথাও যেতে পারিনি বলে, মরুর রাতে একা হয়ে, শব্দ আর আলো দূষণ থেকে মুক্ত হয়ে, সত্যি একা হতে চেয়েছি। নিজেকে জানতে চেয়েছি। কাব্য ছন্দ নিয়ম শর্ত বা অন্য কিচ্ছু নিয়ে ভাবিনি ইচ্ছে করেই। আপনাদের হতাশ করবার জন্য দুঃক্ষিত।
আর, একটু উষ্ণতার জন্য; আপনার জন্য নিজ হাতে তৈরী (C) মাইনাসে মাইনাসে প্লাস :))
@রহমান ভাই,
নিজেকে জানতে চেয়ে অনেক লেখা হয়েছে মনে হয়, এমনকি হারিয়ে যাওয়ার কাব্যও রয়েছে বিস্তর। কিন্তু তবু কবিরা তো হারায়, দূষনমুক্ত আলোর শব্দে বিভোর কবিদের তাই হারিয়ে যাওয়ার পদ্য রচনা করতেই হয়।
কবিতা চলুক, রহমান ভাই, একা হওয়ার অভিজ্ঞতাগুলোকে (উষ্ণতা, হিম) উপজীব্য করেই! (F)
@কাজি মামুন,
সেই সক্রেটিসের নো দাইসেল্ফ থেকে রবীন্দ্রনাথের ক্ষ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর, সবটাতেই একটা মিল আছে? ওরা খুব মৌলিক প্রশ্নে নিজেদের জড়িয়েছিল। নিজেকে জানার মত এত গুরুত্বপূর্ন ব্যাপারটা নিয়ে ভাবনার সময় আমাদের আছে কি? আমার মনে হয়েছে এটা বেশিরভাগ আমাদের এই ব্যস্ত জীবনের টু ডু লিস্টে (যদি থাকে) মোটাদাগে নেই। লেখাটা; বুঝতেই পারছেন, ওইসব ভাবনা থেকেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ এবং (C)
@গীতাদি,
কবিতার ব্যাকরণ জানি না, তাই চুল-চেরা বিশ্লেষণ সম্ভব হচ্ছে না। তবে রহমান ভাইয়ের আগের কবিতাগুলো শব্দ-ছন্দে গেঁথে যাবার মত ছিল।
আপনার সাথে আমিও হারিয়ে যেতে চাই 🙂
আপনার কবিতাটি সুন্দর হয়েছে; কোন একদিন মন খারাপ থাকলে ফেসবুকের স্ট্যাটাসে দেবো কবিতাটি 🙁
ভালো থাকবেন; সবসময় (F)
@এম এস নিলয়,
সানন্দে। মন ভালো থাকলেও তো দিয়ে পারেন। কি বলেন?
২৫ বৈশাখ কে সম্মান জানিয়ে বলছি,
@ কাজী রহমান
আপনার কবিতাটা সত্যি সুন্দর এবং সুখ পাঠ্য হয়েছে। আপনাকে (F)
@আফরোজা আলম,
২৫ বৈশাখ প্রসঙ্গ কেন আসল বুঝলাম না।
@গীতা দাস,
২৫ বৈশাখ রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মদিন বিধায় শুভেচ্ছা এবং ঐ দিনে কাজি রহমানের কবিতাটাও ভালো লাগলো। দুই এ মিলে ভালো লাগা।
@আফরোজা আলম,
:)) গোলাপের জন্য গোলাপ (F) – এবং ধন্যবাদ
পঁচিশে বৈশাখের শুভেচ্ছার ভাঙা এক লাইন ভুলে এখানে চলে এসেছে তাই না? :-s
@কাজী রহমান,
২৫ বৈশাখ রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মদিনে শুভেচ্ছা। আর আপনার সুন্দর কবিতার জন্যেও শুভেচ্ছা। ভুল কিছু লিখিনি। অনেক দিন পরে এমন পরিচ্ছন্ন সুন্দর কবিতা মুক্তমনায় পড়লাম- আপনাকে তাই ধন্যবাদ।