আটক ব্লগারদের মুক্তি এবং ব্লগার হয়রানি বন্ধের দাবিতে আজ বাংলাদেশ সময় বেলা ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি শুরু করছে স্বাধীনতার পক্ষের বেশ কয়েকটি ব্লগ। (দেখুন আজকের সমকাল)

“সরকারের মৌলবাদতোষণ। ব্লগার গ্রেফতার। প্রতিবাদ, প্রতিরোধ। ব্ল্যাকআউট।”

আজ ৪ এপ্রিল, দুপুর ১২টা বাংলাদেশ সময় থেকে  মুক্তমনা যাচ্ছে ব্ল্যাক আউটে। আমাদের সাথে আছেঃ

১/আমারব্লগ, ২/সচলায়তন, ৩/মুক্তাঙ্গন, ৪/সরব, ৫/নাগরিকব্লগ, ৬/আমরাবন্ধু, ৭/চতূর্মাত্রিক এবং ৮/ক্যাডেট কলেজ ব্লগ।

এ্ই কমিউনিটি ব্লগগুলোর পাশাপাশি  কিছু ব্যক্তিগত ব্লগও ব্ল্যাক আউট কর্মসূচিতে অংশ নেবে।

আজ ব্ল্যাক আউটের মাধ্যমে সরকারক ম্যাসেজ দেয়া হবে যে, আমরা এতদিন ব্লগে কি করেছি। শুধুই কি সময়ের অপচয় ছিল নাকি তরুন প্রজন্মকে সঠিক পথে পরিচালনা করা হয়েছিল। এ পর্যন্ত আমরা কি কাজ করছি এবং সবগুলো ব্লগ যে একসাথে আছে সেটা সরকারকে বুঝিয়ে দেওয়াই মুল উদ্দেশ্য। ব্লগ বন্ধ ও ব্লগারদের নির্যাতনে প্রতিরোধে সামিল হোন।