আমাকে এক ভারতীয় ভাই এই লেখাটা উপহার দিয়েছেন। মুক্তমনায় লেখাটা তাই প্রকাশ করার ইচ্ছে সংবরণ করতে পারলাম না।
প্রজন্ম চত্বরে নতুন বাহান্ন
চন্দ্রশেখর ভট্টাচার্য
মা, আর কীই বা আমি চাইতে পারি
দিলে – স্তন্যদুগ্ধের মত ভরা ফসলের মাঠ
নির্মল জল আর আঁচলের বাতাসে স্নিগ্ধ।
তাঁর পর মুখে দিলে প্রিয় বাংলা ভাষা।
তোমার কাছে আর কীই বা চাইতে পারি!
তোমাকে চিনেছি কাটাজি মন্দির,
শালবন বিহার, বাইতুল মোকারমে;
পদ্মা-তিতাস-মেঘনা-করতোয়ায়;
বাউল ভাটিয়ালি সারি-জারি-আলকাপে
শচীন-আলাউদ্দিন-আব্দুল করিমের গানে
তোমার ভাষা-শহীদ স্মারক প্রান্তরে
গোলাপ-শিমুল-পলাশ-রক্তকরবী হয়ে
বরকত-সালাম-রফিক-জব্বর ফুটে আছে
তাদের ডাক বাহাত্তরের রমনার মাঠ ছুঁয়ে
পৌছে গেছে প্রজন্ম চত্বরের ফুলবাগিচায়
যতন বসু মজুমদার গাইছে~ ‘শোনো ৫২ শোনো,
তোমাদের মিছিলের পায়ে পায়ে একুশের
কালো রাত কাটেনি এখনও।
তবু শত শৃংখল ভেঙে ভেঙে আমাদের গান…’
ঘাতক-দালাল-রাজাকারদের হোক আবসান।
অনেক দিন পরে কারও কবিতার মাধ্যম হয়ে হলেও এসেছেন দেখে ভাল লাগল। কবিতাটিও খুব ভাল লাগল। আপনার ভারতীয় ভাইটিকে আমার ভাল লাগার কথা জানিয়ে দেবেন।
@গীতা দাস,
দিদি,
জানিয়ে দেব নিশ্চয়। আসলে নানা সমস্যায় আজকাল আসা হয়না। তবে লিখলে দেবার চেষ্টা করব।
@আফরোজা আলম, @গীতা দিদি,
আপনাদের ভাল লেগেছে জেনে খুব তৃপ্তি পেয়েছি। আপনারা তো রক্ত ঝড়িয়ে স্বাধীনতা এনেছেন, তাই আমি আপনাদের ঈর্ষা করি।
অনেক দিন বাদে আপনাকে দেখে দারূণ আনন্দিত, আফরোজা আপু।
আপনার প্রত্যাবর্তন শুভ হোক, আলোর দিশারি হোক।
এইবার কোন বই লিখেছেন?
@কাজি মামুন,
নানান কারনে আসা হয়না। আপনার কথা রাখতে চেষ্টা করব।
দারুন লিখেছেন!
@অর্ফিউস,
মানে আপনার ভারতীয় বন্ধুর কথাই বলছি আর কি।
@অর্ফিউস,
আপনাকে ধন্যবাদ, কবিতাটা পড়ার জন্যে।
@অর্ফিউস,
আজই আমি প্রথম এই ব্লগ-এ এলাম। দেখি আমার বোন কবিতাটি ছাপিয়ে দিয়ে আমাকে আপনাদের ঋণী করেছে। তবে আপনাদের মতামত পেয়ে ভাল লাগছে। আরও ভাল লেখার ইচ্ছে জাগছে, যদিও জানি, তা আমি পারিনি, পারবও না। তবু চেষ্টা করব
@চন্দ্রশেখর,
দাদা
ঋণী আমরা সবাই তোমাদের কাছে। আমাদের অসময়ে সব সময় তোমরা আমাদের পাশে থাক তাই। তা ছাড়া আমরা কাটাতারের বেড়াটুকু। এই ছাড়া সব সংস্কৃতি, সব কিছু ই তো এক।
দূষ্টু লোকেদের কারনে আজ আমরা আলাদা।
মুক্তমনার পক্ষ থেকে এই কবিতার জন্যে তোমাকে- (F) (F)
@চন্দ্রশেখর, ওহ তাহলে এটা আপনারই লেখা? খুব ভাল লেগেছে।আশা করি আরো লিখবেন যেন আমরা আরো পড়তে পারি আপনার এই সুন্দর কবিতা গুলো।শুভেচ্ছা আপনাকে। (F)
তোমার ভাষা-শহীদ স্মারক প্রান্তরে
গোলাপ-শিমুল-পলাশ-রক্তকরবী হয়ে
বরকত-সালাম-রফিক-জব্বর ফুটে আছে
তাদের ডাক বাহাত্তরের রমনার মাঠ ছুঁয়ে
পৌছে গেছে প্রজন্ম চত্বরের ফুলবাগিচায়
বাহ, চমৎকার।
@আকাশ মালিক,
হাঁ, আসলে লেখাটা ভালো। আমাদের সৌভাগ্য, আমাদের সাথে প্রতিবেশি দেশ ও সহমর্মিতা
প্রকাশ করেছেন, একটা সুন্দর লেখার মধ্য দিয়ে।
@আকাশ মালিক,
আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না। আপনার ভাল লেগেছে জেনে আমি অভিভূত
@চন্দ্রশেখর,
দাদা,
আকাশ মালিক একজন নামকরা লেখক। তার লেখা গুলো পড়লে বুঝবে কেমন লাগে।
মুক্তমনায় তুমি নিয়মিত লেখা দাও। এখানকার সব পাঠক লেখক খুশি হবে। তোমার মত লেখক,
এখানে লিখলে খুব ভালো হয়।