আমরা দু’জনে হাতে হাত রেখে
হেঁটে যাবো সমুদ্রের তীরে।
ঢেউগুলি বারে বারে এসে
আমাদের চরণ ছুঁয়ে যাবে।

সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়বে
শুধু আমরা দু’জন জেগে রবো
সারারাতি। প্রাণের কথা কবো, প্রেমের কথা কবো।
আর চাঁদ জেগে রবে
আমাদের জোছনা ঢেলে দেবে।

আমার ললাটে, কপোলে, চুলে, গ্রীবায়, ওষ্ঠাধারে
জোছনা পড়িবে ঝ’রে ঝ’রে।
তুমি নিষ্পলক অভিভূত নয়ানে দেখিবে আমারে
আমি দেখিবো তোমারে।
নিঃসীম অনন্তকাল কেটে যাবে এভাবে।
এ স্বপন যখনই দেখি,
অপার্থিব সুখে মরমে যাই ম’রে।
বলো, আমার এ স্বপ্ন তুমি সত্যি করবে!