নায়াগ্রা জলচ্ছটার কুয়াশা স্পর্শ,
জড়ানো ভালোবাসার, সমগ্র উষ্ণতার;
শীত ছাঁকা আর্দ্রতা দেবো;
খুঁজে পেলে তোমায়; জুলিয়ানা।
উলশালে তোমায় ধোঁয়াকফিতে জড়াবো;
একেবারে কাছ থেকে, সংগোপনে;
উইলোর ডগা; ঝাপসা আকাশ,
ছোঁয়াছুঁয়ি টিলাপরে; হব একাকার।
জুলিয়ানা, তোমায় খুঁজে পেলে,
নেবে কি আমায়, সাদামাটা?
একটা সকাল, কুয়াশা সকাল;
দেবেতো আমাকে, জুলিয়ানা, আবার?
জুলিয়ানা; মাখামাখি ওম, নেই;
শীতদেশে, উত্তাপ কিনে ক্লান্ত;
তোমায় পেলে, জুলিয়ানা, আমার;
খোঁজা হবে শেষ, রোদ্দুর।
জুলিয়ানা কে?
@তামান্না ঝুমু,
মোক্ষম প্রশ্ন করেছেন ঝুমু :)) ধারণা করছি, বুলবুলির ঠোকর খাবার ভয়ে কবি এইবার নীরব রহিবেন. 🙂
@ফরিদ আহমেদ,
হ, কইলেই হৈলো? ডরাই নাকি ……………উহ্ আহ্ উহ্…….. (^) (^) (^)
@তামান্না ঝুমু,
কমু উউউউউউউউ না :))
ভাই কবিতা যথেষ্ট ভাল লেগেছে।আশা করি পৃথিবীর শেষ বিন্দু উষ্ণতা হলেও খুজে পেয়ে যাবেন আপনার জুলিয়ানার জন্য।আর একটা কথা কই,জুলিয়ানারে ইমপ্রেস না করতে পারলে ফোন নাম্বার টা দিয়েন,ট্রাই মারুমনি।:D.সামনের বার আর একটা এক্স বেশী চাই।
@অভ্র ব্যানার্জী,
জুলিয়ানার নাম্বার দেই বা না দেই, যান সামনে এক্স বেশী দিমু কথা দিলাম :))
আর শোনেন; প্রানবন্ত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ (D)
কবিতা ভালু পাইছি। জুলিয়ানা চিরদিন ঝুলে থাকুক আপনার মন মন্দিরে আড়ালে আবডালে। :))
@রাজেশ তালুকদার,
আপনি কোথায় পালিয়েছেন রে ভাই; দেখতে পাচ্ছি না যে আজকাল? কি, নতুন জুলিয়ানার ফাঁদে পড়েছেন নাকি কুমার বাবু? (8)
টাস্কি লেগে ভটাশ!! … :lotpot:
@ছিন্ন পাতা,
কি করবো, ভ্যাটাশ বলতে পারতাম, কিন্তু ভাব্লাম যফলা একটু হয়ত বেশী বেশী হয়ে যাবে তাই সোজা কথায় ভটাশ :))
আপনার কবিতার বই কবে বের হচ্ছে বলুন।
আমার কবিতার বইএর তাকে শক্তি, পূর্ণেন্দু, জীবনানন্দ, হুমায়ুন আজাদ এবং আরো অনেক সত্যিকার কবিতা রচয়িতাদের বই এর পাশে আপনার বইটিও থাকবে।
@ছিন্ন পাতা,
গেছি আমি; :)) এইরকম কানলাল মন্তব্য পেলে টাস্কি লেগেই তো ভটাশ হয়ে যাবো, বই বের করবো কি করে? আপনার সহৃদয় অকৃপণ মন্তব্যের জন্য (F)
এক কথায় চমৎকার।
@গীতা দাস,
(C) আরেক কাপ বানিয়ে দেই?
অনবদ্য লাগল, যদিও ‘উলশালে’র মানে জানি না। ডিকশনারিতেও পেলাম না, অবশ্য ‘উলশ’ পেয়েছি যা আনন্দ, ছারপোকা ইত্যাদি বোঝায়।
উত্তাপ কিনে কিনে ক্লান্ত আমরা সবাই, এই পৃথিবীতে এখন উত্তাপের খুব সংকট, যতটুকু আছে, তাও কৃত্রিমতায় আদ্যোপান্ত মোড়া; তাই রোদ্দুর খোঁজার পালা চলছে নিরন্তর।
কবিতাটি খুব বেশী ভাল লেগেছে, প্রতিটি লাইন চুম্বকের মত ধরে রাখে। আপনার চির রঙ্গিন মানস এবং চির সবুজ আকাঙ্ক্ষাকে আমার :guru:
@কাজি মামুন,
:)) তা’ই নগদ যা পান; হাত পেতে ন্যান
@কাজী রহমান,
উলশালের কথা বলতে ভুলে গেছি। ওটা কিছু না; উলের শাল, মানে গরম থাকবার চাদর, ইয়ে মানে; চাদরের আড়ালে ‘ছোঁয়াছুঁয়ি টিলাপরে; হব একাকার’ এর ব্যাপারটা আরকি :))
@কাজী রহমান,
উলের শাল পর্যন্ত বললেই তো হতো; এত ভেঙ্গে বলতে হবে, রহমান ভাই? 🙂 তবে বাংলাদেশ তো উষ্ণ দেশ, এমনকি গরম থাকার চাদর দরকার হত যে ‘ক্ষণিকের অতিথি’ শীতে, তাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে!
@কাজি মামুন,
দ্যাখেন, আমি হলাম সরল ছেলে; জিজ্ঞেস করলেন তাই বললাম। আপনি যে আড়ালের ইয়েতে ওই রকম লাল হয়ে যাবেন জানতাম নাকি? যাকগে; নেক্সট টাইম দুটো এক্স কমিয়ে দেবো যান :))
ইতা কিতা ?? এইসব কি ভাই, নায়াগ্রা-ভায়াগ্রা। নাফাখুম এ আসেন না। জুলিয়ানা ভুলে যান, জমিলারে আপনান। 😛
@অরণ্য,
‘নাফাখুম’, আরে দারুন একটা যায়গার খবর দিলেন তো।
[img]http://www.google.com/imgres?imgurl=http://upload.wikimedia.org/wikipedia/en/4/44/Nafakhum.jpg&imgrefurl=http://en.wikipedia.org/wiki/File:Nafakhum.jpg&h=540&w=720&sz=86&tbnid=Mt_y69LOVctGMM:&tbnh=92&tbnw=123&prev=/search%3Fq%3Dnafakhum%26tbm%3Disch%26tbo%3Du&zoom=1&q=nafakhum&docid=L58_DXCK9faU7M&hl=en&sa=X&ei=MOymT6_NLuiXiQL904jFAg&sqi=2&ved=0CFkQ9QEwAQ&dur=3252[/img]
ঐসব যায়গা তো বিধিনিষেধের আওত্তায় ছিল এক সময়।
@অরণ্য,
নাফাখুমের ছবি
[img]http://upload.wikimedia.org/wikipedia/en/4/44/Nafakhum.jpg[/img]
মন ছুয়ে যায়
তারপর
মানুষের আশা-আকাঙ্খার ‘শেষ’ বলে কিছু নেই, যা আছে; আপাত। কিন্তু আপনার পবিত্র হাতের ছোঁয়ায়, এই ‘শেষ’ পার পেয়ে গেল।
বলতে দ্বিধা নেই, খুব বেশি প্রাণবন্ত। প্রতিটি শব্দ মনে হচ্ছিল কথা বলছে।
@স্বপন মাঝি,
বাইজান, এইডা টাইপো; তাই না? বলতে চাইসিলেন
তাই না? :))
@কাজী রহমান,
দেখুন, আমি বয়স্ক প্রবীণ ব্যক্তি। রঙ্গ-রসের বয়সও নেই, সময় নেই। শেষ বয়সে মানে নাক-শীর্ষে যখন যমদূতেরা, তখন পবিত্র আর অপবিত্র-র পার্থক্যটুকু বুঝি। টাইপু বলে ভদ্রতা প্রদর্শন করতে হবে না।
ধন্যবাদ।
@স্বপন মাঝি,
এবং আপনার
@কাজী রহমান,
‘ময়লা যায় না, কয়লা ধুইলে’। নবী থেকে কবি,কিন্তু বালিকারা এখনো আপনার পিছু ছাড়ছে না। কি আর করা?
দেখুন তো গান শুনে –
httpv://www.youtube.com/watch?v=TmVfL6dld0s&feature=related
আশা করি এ গান শুনে আপনার অতীতের ভিমরতি কিছুটা হলেও লাগব হবে।
@স্বপন মাঝি,
ঠিক আছে, শুনলাম। থাঙ্কু।
এবার পাহাড়ি রাগে একটা শুনুনঃ
ওস্তাদ সুজাত খানের লাজো লাজো
httpv://www.youtube.com/watch?v=oXMec8bctM8&feature=results_main&playnext=1&list=PL854E489A3C8D286E
@কাজী রহমান,
বৃথা বাক্য ব্যয়, প্রস্থানই শ্রেয়।
গান শুনার আগে ভাবলাম – লাজো লাজো গান দিয়ে নিজের লজ্জার ঢাকবার প্রয়াস; অল্পবয়ষ্ক, তা কবিতা পাঠেই অনুমেয়। সুতরাং ক্ষমার্হ। গান শুনতে শুনতে শেষ দৃশ্য দেখে,মনে হলো, কলি-কাল। হাজার হাজার মানুষের সামনে ছিঃ।
এ তো দেখছি আধুনিক চার্বাক ।
আমি আবার নবীনদের উৎসাহ দিতে খুব পছন্দ করি; তাই বরদান – আয়ুষ্মান হও, ব্রাহ্মণের কবিতা(বাংলা শব্দের অর্থ উদ্ধারে কলিম খান যুদ্ধরত) হয়ে উঠুক ২১ বার নিক্ষত্রীয়-র ব্রহ্মাস্ত্র।
@স্বপন মাঝি,
সেটাই তো চাই। আপনার আশীর্বাদের হাত আরো লম্বা হোক (D)
@স্বপন মাঝি,
:-O
আমি তো মনে করি আপনার বয়স ২৭ /২৮ বছর, যে কিনা ১৭ /১৮ বছরের কিশোরের হৃদয় ধারণ করে আছে।
হায়রে আমার মন
তুই বুঝবিরে কখন!
@অরণ্য,
‘একি অদ্ভুত কৌতুক’
ভাবি থাকতে এই সব জুলিয়ানা ফুলিয়ানারে খোঁজেন ক্যান? ঘটনাটা কী? বড় খারাপ লোক দেখতাছি আপনে। খাড়ান ভাবিরে কল দিয়া কইয়া দিমুনে সব কথা। (H)
@ফরিদ আহমেদ,
কোন ভাবী, কার ভাবী, ক্যান্ ভাবী; আমি সরল ছেলে; বুঝি কম। ঘুষ (^) লাগবো? আইচ্ছা :))
@কাজী রহমান,
কম বোঝেন ভালো কথা। কিন্তু বুলবুলি পাখির ডাক নিশ্চয় শুনছেন, বাংলাদেশের পোলা যেহেতু। ওই ডাক আপনারে শুনায় ছাড়ুম এইবার (অবশ্য কী যেন ঘুষ টুশের কথা কইলেন, ওইটা দিলে অবশ্য অন্য কথা। কারণ ওইটা আমার খুব পছন্দের খাবার। ঘুষ ইজ গুড ফর হেলথ।) :))
@ফরিদ আহমেদ,
আপনার সুস্বাস্থ্য কামনা করি (F)
(খাইসে; মডু দি এইহানেও; ক্যাম্নে খ্যাদাই?)
@কাজী রহমান,
মুক্তমনায় সব মডু দাদারা কাজ করে। এইখানেও আপনি মডু দি খোঁজেন? আপনারতো মশায় একেবারে বেজায় দশা। (H)
@ফরিদ আহমেদ,
ঐডা দিহি অইবো। দিদি না। দিদিগো ডরাই রে বাই, তয় বৌদিদি গো ভালোবাসি :))
@কাজী রহমান,
কইলেই হইলো নাকি? আমরা কী মুক্ষু লোক নাকি যে দিহি আর দি-র পার্থক্য বুঝি না?
এইতো এইবার লাইনে আসছেন। খালি বৌদিরে ভালবাসবেন, আর কাউরে না। জুলিয়ানা-ফুলিয়ানা সব বাদ আজকে থেইকা।
@ফরিদ আহমেদ,
ঘুষ নে’য়ার আগে অর্গানিক ঘুষ কি-না, একটু চোখ বুলিয়ে নেবেন। কনভেনশনাল ঘুষে ভেজাল খুব বেশি বলেই শুনছি।
@স্বপন মাঝি,
ওটাতে চোখ না বুলোলেও চলবে। ছোটবেলা থেকে ভেজাল খেয়েইতো অভ্যস্ত। অর্গানিক হলেই বরং ঝামেলা। বদ হজম হবে।
@স্বপন মাঝি,
এই যে ভাইজান; মডু ক্ষ্যাপান ক্যান। এম্নেই রাখসে ঝাড়ির উপ্রে; কইসে ঘুঘু চরাইবো থুক্কু বুলবুলি ডাকাইবো। ভ্যাজালের মইদ্দ্যে আবার ভ্যাজাল করেন ভাইজান। পুঁজিবাদীরা অগো অর্গানিক পণ্যের লেগা আপ্নেরে কিসু খিলাইসে নি? ভ্যাজাল কইরেন না ভাই; বিরাট বিপদের মইদ্দ্যে আছি; এই যে লন ডবল ডবল (^) , (^) এউগা অর্গানিক আর অইন্ন্যডা ইন অর্গানিক :))