অনেক হ্যাপী দেওয়ালী মেসেজ পেলাম। কয়েক বছর আগে আমার এক শহর-দাদার কাছ থেকে ইমেল পেয়েছিলাম। ক্যালিফোর্নিয়ার স্কুলে কোমলমতি বাচ্চাদেরকে হিন্দু ধর্মের বিকৃত রূপ দেখানো হচ্ছে। কী সেই বিকৃত রূপ? মাকালীর ছবি দেখিয়ে বলা হচ্ছে মাকালী যেন পৃথিবী ধ্বংস করতে উদ্ধত। কাজেই আমাদের প্রতিবাদ করতে হবে। ইমেইলে দেওয়া সাইটে যেয়ে প্রতিবাদ লিপিতে স্বাক্ষর করতে হবে।

আমি বললাম –আমাকে একটু দম নিতে দিন। আপনার দেওয়ালে রক্ষিত কালি মূর্তির দিকে তাকান। আপনার সাথে একটু আলাপ করি। কালীর একহাতে খড়গ, এক হাতে সদ্যকর্তিত মাথা। এক ক্কারী মানুষ হত্যা করে তিনি তা দিয়ে মালা গেথে মালাটি গলায় ধারণ করেছেন। কাটা হাত দিয়ে তিনি তার যোনী প্রদেশ লুকিয়ে রেখেছেন। এই দৃশ্য যদি ভয়াল না হয় তবে কোন দৃশ্য ভয়াল? দেবতারা আদর্শের শিরোমনি। আপনি কি পারবেন খড়্গ হাতে রাস্তায় নেমে যাকে ইচ্ছে কোতল করে তার মাথার মালা বানিয়ে গলায় ঝুলাতে। আপনি একাজটি আগে করুন। তারপর আমি প্রতিবাদ লিপিতে স্বাক্ষর করব।

কালী মূর্তিটির দিকে আবার তাকান। সোনার গহনায় গা ভর্তি কিন্তু গায়ে কোন কাপড় চোপড় নেই। সুঊচ্চ স্তন, ইত্যাদি, ইত্যাদি। আপনি আপনার স্ত্রীকে দেবীর পোশাকে রাস্তায় ছেড়ে দিন। আমি স্বাক্ষর করব। অথবা এই ন্যাংটা কালীটির স্বামী মহাদেবের মত শিবলিং প্রদর্শন করতে রাস্তায় বেড়িয়ে পড়ুন। আমি আর কিছু করতে পারব না। কিন্তু স্বাক্ষর করব সেই প্রতিশ্রুতি দিতে পারব।

দাদাটি কষ্ট পেলেন। কিছু দেখালেন না। আমারও স্বাক্ষর করা হল না।

দরিদ্র অশিক্ষিত হিন্দুরা এই সব বীভৎস দেব-দেবীর পূজা করে থাকে। এটা একটা যুক্তি বটে। আমেরিকাতে যত ভারতীয় হিন্দু আছে তার সিংহ ভাগই শিক্ষিত। প্রচুর ডাক্তার, ইঞ্জিনীয়ার, পিএইচড, এবং অধ্যাপক আছে। এরা সবাই কালীকে দেবী জ্ঞানে পূজো করছে। উপরে কালীর যে সংক্ষিপ্ত বর্ণনা দিলাম, কেউ তা তাকিয়ে দেখে না। জিজ্ঞাসা করুন – কালীর পড়নে শাড়ীর রং কী? বলতে পারবে না। ধর্ম মানুষের মগজ কীভাবে ধোলাই করে এটি তার একটি নমূনা। এটি শুধুমাত্র হিন্দু ধর্মের জন্য প্রযোজ্য নয়। সবই একই জিনিষ। বিভিন্ন ভাবে, বিভিন্ন আবেশে।

কিছুদিন আগে রাজেশ তালুকদার হিন্দু দেব-দেবীর বিবর্তন নিয়ে সুন্দর একটি লেখা দিয়েছিলেন। হিন্দু ধর্মের অন্তঃসার শূন্যতার উপর এমন দ্বিতীয় কোন লেখা পড়েছি বলে মনে হয় না। মুক্তমনায় ইসলাম ধর্মের উপরও কিছু বিশ্লেষন ধর্মী কিছু লেখা এসেছে। এরকম স্বল্প কিছু মূল্যবান লেখার একটা ডাইরেকটরী থাকলে ভাল হয়।

হ্যাপি দেওয়ালী বার্তার উত্তরে এটাই আমার প্রস্তাব।

২৭ শে অক্টোবর ২০১১, টেক্সাস