মন যখন মুক্ত তখন এমন হচ্ছে কেন। মুক্ত মনের মানুষেরা কষ্টের এমন অনুভুতিকে নিয়ে কি করে?
আমার কবিতা পড়ে কেউ মন খারাপ কোরনা
কবিদের এমন হয়, উৎসবের দিনেও আমাবস্যা।
তোমরা খুব ভালোবাসাবাসি কর, ছোঁয়াছুয়ি সব
শুধু আজ আমাকে উন্মাদ কিংবা নাস্তিক বোলনা।
কুয়াশা রঙধনু বাসন্তী হাওয়া, শুখরেনুদের ওড়াউড়ি,
ঘাসফড়িং, প্রজাপতি, ছোট পাখি, ঝিঝি পোকা সব;
আমার একান্ত আপনার; যা কিছু, এক কিংবা একশো
আমি সব তোমাদের দিলাম, আজ শুধু কিচ্ছু বোলনা।
আমাকে পলাতক বোলনা, আমাকে স্বার্থপর বোলনা
আমাকে দলছুট, একা, ভেজাকাক কুৎসিত হাঁসছানা
কিচ্ছু বোলনা, মন ভালো নেই তাই কিচ্ছু বোলনা,
আমার কাব্য, লেখা, কথা, কিচ্ছু তোমরা দেখোনা।
কয়েকটা দিন, ঘণ্টা, কাঁটা ঘোরা মুহূর্ত, অথবা হঠাৎ,
একবারে ছেলেবেলায় মার দুধ খেতাম যার সাথে; বন্ধু,
পিঠা পিঠি, সারাক্ষন মারামারি, ছেড়ে আসা, ঐ ভাই;
যায়। শূন্য কোন অন্য ভূবন, আমাকে কিচ্ছু বোলনা।
নিষেধ করলে কি কিছু বলা যায়???
তবে বলবো যদি মুক্ত মনের অনুমতি পাই…।
@শিকদার ওয়ালিউজ্জামান,
ভাই আর নাই, চার দিন হোল। অনুমতির কিছু নেই। আমি তো সত্যি সত্যিই মুক্ত মনাদের কাছে জানতে চেয়েছি এই অনুভুতিটা কি করে সামলাবো। আপনি বলুন, আমি হাল্কা হই।
ধন্যবাদ কাজী ভাই
ভালো থাকুন
লেখা দেবো আশাকরি
কাজি ভাই কবিতা পড়ে মোটেও মন খারাপ হয়নি
কবিতাদের আসতে দেন…
* আমি এখনও লেখা পোষ্ট করার অপশন খুঁজে পেলাম না!
লেখা পোষ্ট করার জন্য কি আমাকে সদস্য হতে হবে?
@হামিদা রহমান,
সদস্য না হলেও অতিথি লেখক লেখা দিতে পারবে। মুক্তমনার নীতিমালা অনুযায়ী লেখা অনুমোদন পেলেই প্রকাশ করা হয়। বাঁ দিকের মার্জিনে দেখুন প্রবন্ধ পাঠানোর নিয়ম।
ভাল থাকুন।
খুব সুন্দর কবিতা।
আপনি বেশী কিছু বলতে নিষেধ করেছেন–তাই বেশী কিছু বললাম না।
হে হে—আসলে আমার হাতে সময় নেই। পরে লিখব।
@আবুল কাশেম, (D)
চমৎকার!
মনে হয় ঘাসফড়িং হবে!
কবিতা আরও চাই.
@লাইজু নাহার,
ঘাসফড়িংকে ঠিক যায়গায় বসিয়ে দিলাম। একটু সময় পার হলেই কবিতা, সে পর্যন্ত ছুটি নিলাম। (F)
আমার মনে হয়- মন মুক্ত হলে সুখ কিংবা দুঃখ কোনটাই খুব একটা আলোড়ন সৃষ্টি করে নাম মনে। সব কিছু কেমন যেন সহজ ভাবেই মেনে নেয় মন! জানিনা আর কারো এমন হয় কিনা।
@শ্রাবণ আকাশ,
বন্ধু আর কিছু পথ পাড়ি দিতে দিতে হয়ত অন্যরকম মনে হবে।
আজ আমি কিন্তু একধরনের অচেনা ভারী অনুভুতিকে সামলাবার চেষ্টা করছি। কি করে উত্তর দিচ্ছি জানিনা তবে মুক্ত মনের বন্ধুদের সাথে আর তাদের লেখনিস্পর্শে আমার ভার হাল্কা হচ্ছে। ফুসফুসে ক্যান্সার নিয়ে আমার এই ভাইটা শেষ নিবীড় চিকিৎসার ভেতর দিয়ে যাচ্ছে। কিভাবে ওকে বিদায় শুভেচ্ছা জানাই ভেবে না পেয়ে প্রিয় ব্লগকেই সম্বল করলাম। দেখি মুক্ত মানুষেরা কি ভাবে।
@শ্রাবণ আকাশ,
এরকম যদি হয়, খবর আছে।
নাবলে থাকতেও তো পারলাম না।বলবতো অবশ্যই তোমার বিপক্ষে নয়।তোমার মুক্ত মনের মুক্ত পথ ধরে আমরাও বলব তোমার কন্ঠ হয়ে…।
@নীল, (D)