মন যখন মুক্ত তখন এমন হচ্ছে কেন। মুক্ত মনের মানুষেরা কষ্টের এমন অনুভুতিকে নিয়ে কি করে?

আমার কবিতা পড়ে কেউ মন খারাপ কোরনা
কবিদের এমন হয়, উৎসবের দিনেও আমাবস্যা।
তোমরা খুব ভালোবাসাবাসি কর, ছোঁয়াছুয়ি সব
শুধু আজ আমাকে উন্মাদ কিংবা নাস্তিক বোলনা।

কুয়াশা রঙধনু বাসন্তী হাওয়া, শুখরেনুদের ওড়াউড়ি,
ঘাসফড়িং, প্রজাপতি, ছোট পাখি, ঝিঝি পোকা সব;
আমার একান্ত আপনার; যা কিছু, এক কিংবা একশো
আমি সব তোমাদের দিলাম, আজ শুধু কিচ্ছু বোলনা।

আমাকে পলাতক বোলনা, আমাকে স্বার্থপর বোলনা
আমাকে দলছুট, একা, ভেজাকাক কুৎসিত হাঁসছানা
কিচ্ছু বোলনা, মন ভালো নেই তাই কিচ্ছু বোলনা,
আমার কাব্য, লেখা, কথা, কিচ্ছু তোমরা দেখোনা।

কয়েকটা দিন, ঘণ্টা, কাঁটা ঘোরা মুহূর্ত, অথবা হঠাৎ,
একবারে ছেলেবেলায় মার দুধ খেতাম যার সাথে; বন্ধু,
পিঠা পিঠি, সারাক্ষন মারামারি, ছেড়ে আসা, ঐ ভাই;
যায়। শূন্য কোন অন্য ভূবন, আমাকে কিচ্ছু বোলনা।