আহারে বর্ষা, কি যে ভাল লাগে চমকানো সেই স্বচ্ছ ফোঁটার লাফ
ভাল লাগে জলধারা, সাথে যদি থাকে দুষ্টু ভেজা, একটু বাতাস ছাঁট।
ভাল লাগে জল-পর্দা পারের নীল সাদা রঙা আলো। মাটির গন্ধ,
ঝমঝমা ঝম বৃষ্টি, নৈঃশব্দ। টাপুর টুপুর ভেজা দুপুর, সব ভাল লাগে।

আলসে গ্রহের ক্রমে ভিজে ওঠা, কেঁপে ওঠা সব লজ্জা, ভাল লাগে।
থমকে পড়া বৃষ্টি ফাঁকে ছোট্ট পাখির লাফ, খোঁজাখুজি, ভাল লাগে।
খুব ভাল লাগে ভিজে বেড়ালের পিছলে যাবার দৌড়। আলসে কুকুর,
শীতভেজা চোখ, ঘুমঘুম চাওয়া, এমনি বর্ষা, ভালো লাগে ভরপুর।

খোলা দরজার ভেজা ভেজা ভাব, সকাল দুপুর রাত, কি যে ভাল লাগে।
উল্টে পাতা, রয়ে সয়ে থুয়ে সব প্রিয় লেখা, পড়তে যে ভাল লাগে,
ইলিশ গন্ধ, ভাজা পোড়া ঝাল, ভত্তা খিচুড়ি, ভাল কেন লাগে এত?
উদাসি একটা কবি কবি ভাব জুবুথুবু ভাল লাগে। কত কী যে ভাল লাগে।

ভাল লাগে উষ্ণ আবেশে আধবোঁজা চোখের ঝিম। ভেজা গায়ে মাখা
কদম গন্ধ, কবিতা অন্তমিল। মনের পাখায় ভাসতে যে লাগে ভাল।
ভাল লাগে তোমার চোখের হারিয়ে যাবার নীল। একজন বন্ধু,
একটু একান্তে, জড়াজড়ি ভাল লাগে। আহা, কত কী যে ভাল লাগে।