আমার ভাল লাগে লাফিয়ে ওঠা চমকানো বৃষ্টি জলের স্বচ্ছ ফোঁটা
ভাল লাগে অনর্গল জলধারার আধভেজা ছেঁড়া ছেঁড়া বাতাসি ছাঁট;
কেঁপে উঠে ভাল লাগে জলপরদার ওপারের হঠাৎ আলোর ঝলকানি
মাটির গন্ধ আর ঝম ঝম ঝম শব্দ, বড্ড কাছাকাছি ভাল লাগে।

মাতাল প্রকৃতির ক্রমে ভিজে ওঠা আর লজ্জা দেখতে ভাল লাগে
থমকে ওঠা বৃষ্টির ফাঁকে ছোট্ট পাখির লাফিয়ে খোঁজা ভাল লাগে;
খুব ভাল লাগে ঘাপটি মারা ভিজে বেড়ালের হঠাৎ বেসামাল দৌড়,
ভাল লাগে আলসে কুকুরের শীতভেজা চোখের কুঁতকুঁতে চেয়ে থাকা।

একটুখানি দরজা খুলে কনকনে ভেজা হাওয়া গায়ে জড়াতে ভাল লাগে
একপাতা আধপাতা দুপাতা তিনপাতা করে প্রিয় লেখা, পড়তে ভাল লাগে;
ইলিশ ইলিশ গন্ধ, ভাজা পোড়া ঝাল ঝাল ভাবনা, কেমন যেন ভাল লাগে
এলমেলো উদাসি জুবুথুবু বসে থাকা আর কবি কবি ভাব ধরতে ভাল লাগে।

ভাল লাগে বেদম আবেশী উষ্ণতায় আধবোজা চোখে ঝিম মেরে চেয়ে থাকতে
কল্পনার বর্ণিল ডানায় ভর করে ক্রমাগত ভেসে ভেসে উড়ে বেড়াতে ভাল লাগে;
কঠিন ধরনের জটিলদের ঘোলা কাদাগোলা জলের সাথে ভাসিয়ে দিতে ভাল লাগে,
শর্তহীন একজন, বন্ধু; অতি একান্তে- খুব কাছে পেতেই শুধু অন্যরকম ভাল লাগে।