আজ ৪ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুর ১২.৩৫-এ বিটিভিতে ‘মহাবিশ্বের পথে পথে’ শিরোনামের অনুষ্ঠানে সিলেট থেকে প্রকাশিত বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের মুখপত্র, বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার ছোট কাগজ যুক্তি’র তৃতীয় সংখ্যা নিয়ে একটি পুস্তক-আলোচনা দেখানো হয়েছে।
মোবাইল ফোনে ধারণকৃত অনুষ্ঠানটির ভিডিও ফুটেজ এখান থেকে দেখা যাবে। (ফাইলটির সাইজ ২.৪১ MB)।
মূল ভিডিও ফুটেজ পরবর্তীতে বিটিভি থেকে সংগ্রহ করে এখানে দেয়া হবে।
‘মহাবিশ্বের পথে পথে’ শিরোনামের পাক্ষিক বিজ্ঞানভিক্তিক অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিচালনা, সঞ্চালকের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট বিজ্ঞান লেখক রুশো তাহের।
‘যুক্তি’ নিয়ে ইতিমধ্যে রিভিউ প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদ, দৈনিক সমকাল, দৈনিক ইত্তেফাক ইত্যাদি পত্রিকায়।
যুক্তি’র তিনটি সংখ্যার ডাউনলোড লিংক নিচে দেয়া হল-
ধন্যবাদ।
অভিনন্দন অনন্ত। বিটিভি-তে ডারউইন সম্পর্কে এতটা প্রচারও আমাদের উন্নতির লক্ষণ।
@প্রদীপ দেব,
অনেক ধন্যবাদ প্রদীপ দা।
দেখেছি অনুষ্ঠানটা। মামুন আমাকে আগেই ফোনে জানিয়েছিল যার জন্য দেখতে পেরেছি।
@আফরোজা আলম,
অনেক ধন্যবাদ।
অভিনন্দন অনন্ত! ভাল লাগল খবরটা জেনে আর ভিডিও দেখে।
ডারউইন দিবস উপলক্ষে ১২ ই ফেব্রুয়ারী তোমাদের নতুন প্রকাশিতব্য বই (ডারউইন স্মারক গ্রন্থ) থেকে কিংবা তোমার পছন্দ মত কোথাও থেকে লেখা দিও। ইনফ্যাক্ট ডারউইন দিবসেই তোমাদের বইটা প্রকাশিত হলে দারুণ হয়!
@অভিজিৎ দা,
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আমার খুব ইচ্ছে এবারের ডারউইন দিবসের আগেই স্মারক গ্রন্থটি প্রকাশের। কিন্তু বর্তমান অবস্থায় মনে হচ্ছে না। আরো কিছুদিন সময় লাগতে পারে … 🙁
দেখতে বসেছিলাম, কিন্তু আমার টিভির পিকচার টিউবে সমস্যা আছে, বাসায়ও ঝামেলা ছিল তাই দেখা গেলনা…মূল ফুটেজের অপেক্ষায় রইলাম।
এই সুযোগে “যুক্তি” এর প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।গত বছর বইমেলায় গিয়েছিলাম এক বন্ধুর সাথে, সেই আমাকে নিয়ে যায় লিটল ম্যাগ এর স্টলে।যুক্তির কন্টেন্ট দেখে এবং তার আগ্রহ দেখে কেনা, পড়া। সেখান থেকেই খোঁজ পাওয়া মুক্তমনার। এরপর থেকে যুক্তির পথে চলতে আমার হাতে হাত রাখল “মুক্তমনা”। “যুক্তি” ও “মুক্তমনা”দের জয় হোক :))
@লীনা আপা,
তাহলে এটা বলতে পারি আপনার মত উদ্যমী ব্লগারকে :guru: মুক্তমনায় নিয়ে আসার পিছনে আমাদের যুক্তি’র সামান্য হলে ভূমিকা আছে!!
যুক্তি তাহলে ব্যর্থ হচ্ছে না! :-s
@অনন্ত বিজয় দাশ,
কোন কুক্ষণে যে যুক্তি পড়তে গেছিলাম! মুসলিম ঘরে জন্ম যেহেতু মরার পর কখনো না কখনো বেহেস্তে যাইতামই, এখন তো আপনাদের পাশে রোস্ট হইতে হইব…তাই আপনারে এইটা দিলাম :-[
@লীনা রহমান,
লীনা আপা,
আপনাকে দোজখবাসী করার জন্য গুলি যে করেন নাই তার জন্য অনেক অনেক ধন্যবাদ!! :guru: :guru:
এ যাত্রা মনে হয় বেঁচে গেলাম। :rotfl:
শুভ সংবাদ। 🙂
কিন্তু এই সব অনুষ্ঠান পাক্ষিক কেনো? আর অফটাইমেই বা অনুষ্ঠান সম্প্রচার কেনো? কেনো বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান অন্তত সপ্তাহে একদিন এবং প্রাইম টাইমে (সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা) দেখানো হয় না? … 🙁
@বিপ্লব রহমান,
আমি কিন্তু আপাতত বিটিভিতে যুক্তি নিয়ে আলোচনাতেই খুশি। ধীরে ধীরে এগুচ্ছে তো।
@গীতা দাস,
(Y) আমিও এতেই অনেক খুশি হয়েছি
@গীতা দাস,
আসলেই তো।
@মাহবুব সাঈদ মামুন,
😕 😕 😕
@বিপ্লব রহমান,
মহাবিশ্বের পথে পথে অনুষ্ঠানটি পাকি থেকে সাপ্তাহিক করার চেষ্টা চলছে। শীঘ্রই এ বিষয়ে খবর পাওয়া যাবে।
জানেনই তো আমলাদের বাগে আনা তো চাট্টিখানি কথা নয়! :-Y :guli: