১.
আবার সেই বমি ই পাচ্ছে,
কবিতায় ফিরে যাওয়া যাক,
অথবা বৃষ্টি, আকাশের মেঘ,
মন্দিরের চাতালে, দুর্গার পায়ে,
আমায় আশ্রয় দাও মা!

২.
আমি তো ঘরের খাই নি
আমি তো পরের খাই নি

৩.
চলে যাবো অভিমান খুব,
আমার প্রিয়তম অলস ক্লান্তির কাছে|

৪.
তনুশ্রী, তুমি কি আসবে?

৫.
আমি রাখাল হব
লয়ে পাল… ভেড়া নাকি গরু?
একই বোধ করি-
রামছাগলের গাঁয়ে গন্ধ বিষম!

৬.
বাবু, তুই কি ঈশ্বর? টাবু কি বলে?
তুই তাহলে আমার বন্ধু না|
তুই মরে যা-
শোকসভাতে টের পাবে মানুষ
আমি তোর বন্ধু ছিলাম|

৭.
ধু ধু বালুচর, হায় রে শহর!
যে কথা কেউ বলে নাই
সে কথা আমিও বলি নাই

৮.
কবরস্থান-গুলিস্তান-পকেটমার |
এই খানে ব্রিসবেন শহরে
ন্যায় বিচার মিলে,
সুশাসন মিলে সভ্য জাতি মিলে,
ইমো-প্লাটিপাস মিলে
“ঐ দেখো আবো!” – বাঙালি বলে|

৯.
আমি ডায়াস্পোরা হতে চাই!
নইলে খেলব না|

১০.
তনুশ্রীর খোলা চুল, উঁহু 
আমি তো প্রেম ভুলে গেছি