আপনি যদি মুক্তমনায় প্রকাশিতব্য পোস্ট অথবা মন্তব্যে গাণিতিক সমীকরণ যোগ করতে চান, তাহলে আপনার লেটেক (Latex) নামের একটি টাইপ সেটিং সিস্টেমে কিভাবে সমীকরণ লেখা যায়, সেটা জানতে হবে। সারা বিশ্বে গাণিতিক ফর্মুলা লেখার জন্য লেটেক সর্বজনস্বীকৃত পদ্ধতি, তাই আপনার লেটেক হয়ত জানাই আছে। যদি তাই হয়, তাহলে মুক্তমনায় সমীকরণ লেখা আপনার জন্য অত্যন্ত সোজা। স্রেফ [lat e x] সমীকরণ [/l ate x] ব্যবহার করুন, শুধু “সমীকরণ”-এর জায়গায় আপনার প্রয়োজনীয় লেটেক কোড বসিয়ে দিন। আরো দেখুন এখানে। লেটেক যদি জানা না থাকে, তাহলে ওয়েবে খোঁজ করে অসংখ্য টিউটোরিয়াল থেকে আপনার যা প্রয়োজন শিখে নিতে পারেন। যেমন এটি
নিচে লেটেক কোড ও সংশ্লিষ্ট আউটপুটের কয়েকটি উদাহরণ দেয়া হল, যা দেখেও আপনি কিছুটা ধারণা পেতে পারেন।

a x^2 + bx + c = 0
$latex a x^2 + bx + c = 0$
\\sin^2 \\theta + \\cos^2 \\theta = 1
$latex \\sin^2 \\theta + \\cos^2 \\theta = 1$

(লিখেছেন- রৌরব)