দুটো কাল্পনিক চিঠি
গত ৫ এপ্রিল, ২০১০ এ ‘এক নাস্তিক পুত্রের নিকট পিতার পত্র’ পোষ্ট করি। এই লেখার উপর বেশ কিছু মন্তব্য আসে। সেগুলোর মধ্যে থেকে কয়েকটি উল্লেখ করছি:
নৃপেন্দ্র সরকার মন্তব্য করলেন, “এত বড় লেখাটি একদমে পড় ফেললাম!!! বিশ্বাসই হচ্ছেনা। সব ধর্মের সব বাবাদেরই মনের প্রতিফলন এই চিঠিখানি।”
আবুল কাসেম মন্তব্য করলেন, “আমি সাধারনতঃ বড় লেখা দুই তিন কিস্তিতে পড়ি; কিন্তু এই লেখা পড়ার সময় সময়ের জ্ঞান ছিল না। লেখাটা শুধু ভালই হয়নি– লেখাটাতে সবার জন্য শেখার কিছু না কিছু আছে।”
সৈকত মন্তব্য করলেন, “বা-বা-রে বাবা! এরকম একটা বাবা থাকলে আর কি লাগে?”
শাফায়েত মন্তব্য করলেন, “হাতে সময় ছিলনা, ভাবলাম লেখাটায় শুধু একবার চোখ বুলাবো। চোখ বুলাতে এক লাইনও বাদ দিতে পারিনি। পড়ে কমেন্ট অংশে দেখি অন্যদেরও এক অবস্থা। অসাধারণ।”
বিপ্লব রহমান তো চিঠির একটি অংশ তুলে ধরে আস্ত একখানা চিঠিই লিখে ফেললেন। ফরহাদও একটি চিঠি লিখলেন।
আমি সবগুলিই গভীর মনোযোগ দিয়ে পড়েছি এবং সকলের মন্তব্যের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি।
মুক্তবুদ্ধির চর্চ্চা এবং যুক্তিবাদী হওয়ার আকাঙ্খা যাদের আছে, তাদেরকে এই মুক্তমনা প্লাটফর্মে আসতেই হবে। মুক্তমনার সংস্পর্শে এসে সাহসী হয়ে উঠেছেন, ধর্মীয় গোড়ামী দূর করেছেন, কুসংস্কার মুক্ত হয়েছেন, বিজ্ঞান মনস্ক হয়েছেন এমন অনেক সাক্ষ্য মন্তব্যের মধ্যে পেয়েছি। এ সম্পর্কে নৃপেন্দ্র সরকার বলেন, “কুসংস্কার, অন্ধবিশ্বাস, অপবিশ্বাসকে স্কুল জীবন থেকেই সনাক্ত করতে শিখেছি। কিন্তু সাহস নিয়ে জোড় গলায় বলার শক্তি মুক্তমনাই দিয়েছে। মুক্তমনা সত্য পথের প্রদর্শক।”
মুক্তমনা একটি বিদ্যাপীট। মুক্তমনা একটি স্কুলের নাম, একটি কলেজের নাম, একটি ইউনিভার্সিটির নাম। এখানে আমি বসি ক্লাস করতে। যারা লেখালেখি করেন, মন্তব্য করেন তারা সবাই আমার শিক্ষক। এরা সবাই এক একজন মানুষ তৈরীর কারিগর।
মুক্তমনার রেজাল্ট ভাল হলে বিনম্র চিত্তে ফরিদ বলে উঠেন- “মুক্তমনার প্রতি আপনার ভালবাসাটুকু হৃদয়ে স্পর্শ করে গেল। আপনাদের মত মানুষদের নিঃস্বার্থ প্রেমটাই এর সম্পদ। মুক্তমনায় অনেক বড় বড় লেখক আছেন এটা খুব সত্যি কথা। আমি নিজেও তাদের লেখার ভয়াবহ রকমের ভক্ত। ওগুলো পড়ে পড়েই বহু দিবস এবং রজনী অতিক্রান্ত হয়েছে আমার। এখন হুট করে সেই সমস্ত দীপ্তিময় লেখকদের কাতারে নিজের নাম দেখে দারুণভাবে বিব্রতবোধ করছি।”
কি অসম্ভব রকমের নম্রতা। এই নম্রতা মুক্তমনার সকলের মধ্যে জাগরিত হোক। ফরিদ ভাই ‘বানান নিয়ে বকবকানি’ নিবন্ধের শেষে লিখলেন- “এই লেখা লিখতে যেয়ে অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত।” লেখালেখি ছাড়াও আমরা আমাদের কথা, আচরণের দ্বারা জ্ঞাতসারে অজ্ঞাতসারে অন্যকে দু:খ দিয়ে থাকি। নিজের ভুল উপলব্ধি করেও নিজেদের জিদ বজায় রাখি।
ফরিদের উপলব্ধি চেতনায় উদ্বুদ্ধ হয়ে অভিজিৎ বলতেই পারেন, ”ফরিদ ভাইয়ের মতোই মুক্তমনার প্রতি আপনার ভালবাসাটুকুর সন্ধান পেয়ে আমার হৃদয়ে স্পর্শ করে গেল। এই ভালবাসাটুকু বেঁচে থাকুক। এখানে অনেক বড় লেখকই আছেন, কিন্তু এমন আপন করে ভাবে কয়জনা? আমাদের গালাগালি করে লেখাই যায়, কিন্তু এ ধরণের একটা প্ল্যাটফর্ম গড়া আর টিকিয়ে রাখা যে চাট্টিখানি কথা নয়, তা নিশ্চয় বুঝতে পেরেছেন। এর অবদান আপনার আমার আমাদের সকলের। এই প্রেরণাটুকু বেঁচে থাকুক।”
যখন দেখি- মুক্তমনার মানুষেরা জাতি ধর্ম নির্বিশেষে যেখানেই মানবতা লঙ্ঘিত হচ্ছে, সেখানেই সোচ্চার প্রতিবাদ করেছে। যখন দেখি- দূর্গত এলাকায় অসহায় মানুষের পাশে দাড়িয়েছে, যখন দেখি স্কুল নির্মানে সহযোগীতা করেছে, যখন দেখি- নির্মল সেনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তখন তো বিবেক জাগ্রত হয়ই।
ফরিদ আহমদ যখন ‘একাত্তরের চিঠি’ গ্রন্থ থেকে বাবার কাছে লেখা ফারুকের চিঠিটি তুলে ধরলেন মুক্তমনায়, তখন তো তিনি চেয়েছেন, আমাদের মধ্যে মানসিক পরিপক্কতা, সামাজিক এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি হোক, জাগ্রত হোক। চিঠি আমাদের শিক্ষা দেয়, অনুপ্রেরণা জোগায়, ভাবতে শেখায়।
পিতার চিঠি নিয়ে চিঠি চালাচালি হলো, সেগুলোর কোনটিই আজ পিতার কাছে পৌছবে না। কিন্তু আমরা যারা পিতা হিসেবে, সন্তান হিসেবে আছি আমরা তো পেয়েছি। জ্ঞান, বুদ্ধি, যুক্তি, বিশ্বাস অনুসারেই চলে আমাদের জীবন। কেউ একটি লাইন পড়ে তার বিশাল ব্যাখ্যা দাড় করাতে পারে আবার কেউ পুরোটা পড়েও তা করতে পারছে না।
এখানে আমি দুটি চিঠি তুলে ধরছি, একটি লিখেছে বিপ্লব রহমান অপরটি আমার। এই চিঠিগুলো থেকে আমাদের ভেতর আরও যুক্তিবোধ জাগ্রহ হোক এই কামনা করি।
বিপ্লব রহমান
Posted এপ্রিল ৫, ২০১০ at ৯:১৭ অপরাহ্ণ |
প্রকৃত জ্ঞানী আলেমের সোহবতে থাকিয়া যদি আসল ইসলামী জ্ঞান অর্জন করিতে, তবে স্পষ্ট দেখিতে পাইতে যে, সত্য সত্যই ইসলামী জ্ঞান সব সমস্যার সমাধান দিতে পারে।
(সম্ভাব্য উত্তর)
শ্রদ্ধেয় আব্বাজান,
আশাকরি কুশলে আছেন। সব সময় আপনার ও আম্মাজানের কথা মনে পড়ে।
পর সমাচার এই যে, আপনার দীর্ঘপত্রের জবাবে অনেক কিছুই বলিতে পারিতাম; কিন্তু সময় সংক্ষিপ্ত। তাই আপাতত ওই একখানি বিষয় দিয়া ইতি টানিব। সময় ও সুযোগ পাইলে না হয়, অন্যান্য বিষয়ে আবার জবাবী পত্র দেওয়া যাইবে।
আব্বা, সেদিন কাগজে পড়িলাম, মুসলিম অধ্যুষিত অঞ্চল সুদানে বহু বছর ধরিয়া নিরব দুর্ভিক্ষ চলিতেছে। গুগল ঘাঁটিয়া বেশ কিছু তথ্য ও ছবি পাইয়া রীতিমত চমকাইলাম। ইথোপিয়া, সুদান এমন কি মুসলিম অধ্যুষিত আমাদের উত্তরবঙ্গের মঙ্গা পীড়িত অঞ্চলের মুসলমানগণ সামান্য খাদ্যের জন্য যার-পরনাই কষ্ট পাইতেছে। বিশ্বের অন্যান্য মুসলিম অধ্যুষিত অঞ্চলেও প্রতি বছর ক্ষুধা ও অপুষ্টিতে শত শত, হাজার হাজার মানুষ মরিতেছে।
বলিতে পারেন, ইহাদের অপরাধ কী? ইসলামেই বা ইহার সমাধান কী? সুদানের নিস্পাপ শিশুটিকে কেনো ক্ষুধার জ্বালায় ধুঁকিয়া ধুঁকিয়া অবশেষে শকুনের খাদ্য হইতে হইবে?
আপনি বলিতে পারেন, ইহা তাহাদের ভাগ্য পরীক্ষা; তাহারা সকলেই বেহস্ত নসিব হইবেন। আব্বাজান, মহান সর্বজ্ঞানীর ভাগ্য পরীক্ষা (নাকী লীলা?) কেনো বাছিয়া বাছিয়া বারংবার দুর্বল ও মুসলিম দেশগুলির প্রতিই হইবে? কেনো নাস্তিক কমিউনিস্ট চীন বা ইহুদি – নাসারাদের দেশ আমেরিকা-ইংল্যান্ড-জার্মানি-ইসরায়েলে নহে? সর্বশক্তিমানের গিনিপিগ হইবার জন্য কী ইহারাই উপযুক্ত নয়?
বাড়ির সকলকে শ্রেণী ও বয়স ভেদে আমার কদমবুছি ও স্নেহাশিষ জানাইবেন।
বিশেষ আর কী। নিবেদন ইতি–
মাহফুজ এর জবাব:
এপ্রিল ৭, ২০১০ at ৬:৩২ অপরাহ্ণ
@বিপ্লব রহমান,
(আজ লেখক বাঁচিয়া নাই, তিনি বাঁচিয়া থাকিলে এবং মুক্তমনা সম্পর্কে ধারণা রাখিলে কী ধরনের জবাব দিতেন জানি না। তবে তাহার পক্ষ হইয়া জবাব দিতেছি)
বাবা বিপ্লব
দোওয়া নিও। তোমার পত্র পাইয়া খুশি হইয়াছি। কাহারো চিঠির জবাব দেওয়া সুন্নত। তুমি সেই সুন্নত রক্ষা করিয়াছ। সেজন্য তোমার সর্বদিকে কামিয়াবী কামনা করি।
আমি জানি দিনে দিনে তোমার ব্যস্ততা বাড়িয়াই চলিয়াছে। কারণ তোমার কাধে যে দায়িত্ব অর্পন করা হইয়াছে তাহা খুবই গুরুত্বপূর্ণ। একটু এদিক ওদিক হইলেই বড়ই সমস্যা হয়। সাংবাদিকদের কারণে অনেক মূল্যবান প্রাণ যেমন রক্ষা পাইয়াছে আবার তাহাদের অবহেলার কারণে মৃত্যুমুখে পতিত হইয়াছে। সব সময় চেষ্টা করিবে সত্য সংবাদ পরিবেশন করিতে। এমন সংবাদ পরিবেশন করিও না যাহা দ্বারা সমাজের অমঙ্গল হয়, বিভ্রান্তি সৃষ্টি করে।
তুমি যে দূর্ভিক্ষের কথা উল্লেখ করিয়াছ, তাহা সম্পর্কে আমিও অবগত আছি। যাহারা নিয়মিত পত্রিকা পড়ে তাহারা জানে ইথিওপিয়ার অবস্থা। গুগলের যে লিংক দিয়াছ, তাহা দেখিয়া তুমি যেমন চমকাইয়াছ। আমি কিন্তু চমকাই নাই। বরং চিত্র দেখিয়া কষ্টে কান্না আসিবার উপক্রম হইয়াছে। বড়ই আফসোস যে উহাদের জন্য কিছুই করিতে পারি নাই। আমাদের দেশের অবস্থা সম্পর্কেও আমি ওয়াকিফহাল। আমাদের উচিত উত্তর বঙ্গের মঙ্গার সময় তাহাদের পাশে দাড়ানো। তোমাদের মুক্তমনা কুড়িগ্রামে যে সাহায্য করিয়াছে তাহার জন্য আমি পুলকিত। খুবই সোয়াবের কাম করিয়াছে। আমি আল্লাহর কাছে দোয়া করি- তোমাদের মুক্তমনাকে যেন তিনি দীর্ঘজীবি করেন।
তুমি আমার চিঠির উদ্ধৃতি দিয়া জবাব দিয়াছ।
বাবা, আমি বলিয়াছি প্রকৃত জ্ঞানী আলেমের সোহবতে থাকিতে, তুমি কি তাহা খুজিয়া পাইয়াছ? না পাইলে তোমাকে জানাইতেছি। তুমি কী ফতে মোল্লা ওরফে হাসান মাহমুদ এর নাম শুনিয়াছ। তিনি ইসলাম ও শরিয়া নামে একটি বই রচনা করিয়াছেন। আমি তোমাদের মত কম্পিউটার চালাইতে জানি না। জানিলে তোমার মত লিংক করিয়া দিতাম। যাহা হউক তাহার বইয়ের শেষে একটি গল্প রহিয়াছে। গল্পটির নাম লাব্বায়েক। গল্পটি পড়িয়া দেখিও। ইসলামের সমাধান পাইবে। আমার তো মনে হইতেছে ফতে মোল্লা বর্তমান জমানার মোজাদ্দেদ। তুমি তাহার সোহবতে থাকিলে কামিয়াব হইবে এবং ইসলামের নানাবিধ সমস্যার সমাধান পাইবে।
আর একটি কথা, যাহারা সাহায্য সহযোগীতা করিতেছে, এই কাজ মুসলমানদের করার কথা ছিল। কিন্তু তাহারা করিতেছে না। বরং যাহারা সাহায্যের হাত আগাইয়া দিয়াছে সে ইহুদী হোক, আর নাসারা হোক, তাহারাই কিন্তু প্রকৃত মানুষ।তাহারাই প্রকৃত মুসলমান।
বাবা তুমি তো স্বচক্ষে কোন দূভিক্ষের মধ্যে পড় নাই। আমার এই দীর্ঘ জীবনে বেশ কয়েকবার দূর্ভিক্ষের কবলে পতিত হইয়াছি। তুমি তো জানো আবাদের মৌসুমে ধানের আবাদ না করিয়া লোভের বশবর্তী হইয়া ১৫ বিঘা তামাক লাগাইয়াছিলাম। কিন্তু আল্লাহ শিলা বৃষ্টি দিয়া সব নষ্ট করিলেন কেন? কারণ ঐ হারামের জিনিস যেন আমি আর আবাদ না করি। আমাকে সতর্ক করিয়া দিলেন। ইহার পর হইতে আর তামাক আবাদ করি নাই। তামাক সমাজের জন্য দেশের জন্য তথা জাতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। তুমি আমার প্রাণাধিক পুত্র, একটা উপদেশ দেই- তুমি কখনও ধুমপান করিও না। বরং ঐ টাকা তুমি তোমার আশে পাশে যাহারা এক বেলা না খাইয়া আছে তাহাদের জন্য বরাদ্দ রাখিও।
আমার উপর বালা মুছিবত আসার পরও আমি আল্লাহর উপর একিন হারা হই নাই। কোরানে আছে- আল্লাহ ফকিরকে বাদশাহ বানান এবং বাদশাহকে ফকির বানান। তাই, কখন কি ঘটিয়া যায় তাহা বলা মুশকিল।
অধিক আর কি, পারলে একবার বাড়িতে আসিয়া তোমার আম্মাজানকে দেখিয়া যাইও।
তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনায়-
তোমার আব্বা।
মাহফুজ,
আপনার পোস্ট করা লেখা আমি সব সময়-ই পড়ি। ক্ষীণ সন্দেহ হয় মোকসেদ আলী আর আপনি একই লোক কিনা! এর আগেও স্বপ্নে অভিজিত আর ফরিদ নামের দুইজনকে আমদানি করেছেন। এইবার মোকসেদ আলি সেজে নিজেই চিঠি লিখলেন। আপনার লেখনীর সাথে মোকসেদ আলির লেখনী ও শব্দ চয়নের বিস্ময়কর মিল-ও দেখি। মোকসেদ আলী সম্পর্কে বিস্তারিত বলেন প্লিজ। উনি কে, কোথায় থাকতেন, আপনার সাথে উনার সম্পর্ক কি, আপনাকে উনি সব লেখা দিয়ে গেলেন কেন, আপনি আবার অনুলেখন করছেন কেন বা কতটা অনুলেখন করছেন ইত্যাদি। দিনের পর দিন অন্ধকারে থেকে পোস্ট পড়তে কেমন যেন লাগে! মোকসেদ আলীর চরিত্রটি কাল্পনিক হলে আমার কিছু বলার নাই।
মুক্তমনার প্রতি আপনার নিঃস্বার্থ ভালবাসা দেখে খুব ভাল লাগে। কিন্তু মুক্তমনার সদস্যরাও মানুষ, প্রত্যাদিষ্ট মহাপুরুষ নন। তাদের মহৎ প্রমাণ করার জন্য তাদের অনবরত স্তুতি করা, তাদের নিয়ে স্বপ্ন দেখার গল্প দেওয়া(অভিজিত ও ফরিদ পোস্ট), তাদের কমেন্ট নিয়ে পুনরায় পোস্ট দেওয়া, তাদের অলৌকিক ক্ষমতাধর বানিয়ে গুণ-কীর্তন করলে আমার ধারণা উনারাও বিব্রত হন, সেই সাথে মুক্তমনার মূল স্পিরিটটাও ক্ষতিগ্রস্ত হয়।
এই প্রশ্নগুলো দীর্ঘদিন ধরে করতে চাচ্ছিলাম কিন্তু আমি ভেবেছি একসময় আপনি নিজেই বিষয়গুলো ক্লিয়ার করবেন। (ফরিদ ভাই অনেক আগেই এ নিয়ে জানতে চেয়েছিলেন)। আশাকরি এইবার সবার কৌতুহল মেটাবেন। আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।
@পথিক,
আমি আপনার মতই বলতে চাই যে, আপনার লেখা আমিও পড়ি। আপনার লেখার স্তুতি করে আপনাকে বিব্রত করতে চাই না। কারণ আপনি স্তুতি পছন্দ করেন না।
আপনার প্রকৃত পরিচয় জানার জন্য কখনও পীড়াপিড়ী করবো না। আমার কাছে আপনার লেখাগুলি পড়াই আসল কথা।
এবার আপনার মন্তব্যের জবাব দিতে চেষ্টা করছি, পুরোপুরো সন্তুষ্ট হবেন এমন আশা করছি না। আপাতত অল্পতেই তুষ্ট থাকুন।
পুরোপুরি সন্দেহ না করে কেন এই ক্ষীণ সন্দেহ? সন্দেহ অবিশ্বাস থেকেই তো জ্ঞানের উৎপত্তি। বিশ্বাস থেকে জন্ম নেয় কুসংস্কার।
মোকছেদ আলীর লেখা পড়তে পড়তে সেই প্রভাব হয়তো আমার মধ্যে এসে গেছে। এমন একদিন আসবে। যদি আমি আপনার লেখার ভক্ত হয়ে উঠি তাহলে দেখবেন একদিন আপনার লেখনীর সাথেও মিলে যাচ্ছে। তবে আমি কখনই মোকছেদ আলী, আপনি কিম্বা মুক্তমনার অন্যান্য লেখকদের মত হয়ে উঠতে পারবো না।
এ সম্পর্কে মুক্তমনার নীতিমালা স্মরণ করিয়ে দিচ্ছি-
৫.১। মুক্তমনা লেখকেরা মূল নামে কিংবা যে কোন লেখক-নাম (pen name) গ্রহণ করে লেখার অধিকার রাখেন। লেখকের মূল নাম মুক্তমনা কর্তৃপক্ষকে জানাতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। নিজের সম্পর্কে একজন সদস্য যা যা গোপন রাখতে চান তার সবই গোপন রাখার অধিকার সদস্যকে দেয়া হবে।
তাহলে তো সব ল্যাঠা চুকেই গেল।
আমার প্রেম দেখে অন্যের ভেতর ঈর্ষা কিম্বা হিংসা যেদিন জেগে উঠবে সেদিন নিজেকে একটু ধন্য মনে করবো। কিন্তু সে আশা গুড়েবালি। মুক্তমনার জন্য জান কোরবান দেয়ার মত সদস্য আমি দেখেছি, নাম উল্লেখ করে তাদেরকে আর বিব্রত করতে চাই না।
আমি প্রবীর ঘোষের ‘অলৌকিক নয়, লৌকিক’ বইটা পড়েছি। তাই কাউকে অলৌকিক ক্ষমতাধর ব্যক্তি মনে করি না।
তবে লেখার মধ্যে যদি কোনো প্রকার গুণকীর্তন হওয়াতে কেউ যদি বিব্রতবোধ করেন এবং আমার প্রতি পক্ষপাতদুষ্টের অভিযোগ আনেন, তাহলে অবশ্যই সতর্ক থাকবো। যেমন ফরিদ ভাই একটু বিব্রতবোধ করেছেন, আমি আর কখনও ফরিদ ভাইয়ের প্রশংসা করবো না। সত্যি, এই কানে ধরলাম।
আমি কখনই চাই না মুক্তমনার মূল্ স্পিরিটটা ক্ষতিগ্রস্ত হোক। যাকে ভালোবাসি তার ক্ষতি আমি চাইতে পারি না।
যখনই আমার কোনো ত্রুটি অন্যেরা ধরে দিচ্ছে, তখনই আমি সংশোধিত হবার চেষ্টা করছি।
আপনার এমন বিনয়পূর্ণ মনোভাবের প্রশংসা করে, বিব্রত করা থেকে বিরত রইলাম।
ধন্যবাদ।
বি.দ্র. আপনার ’রম্য রচনাঃএক সন্ধ্যায়-অপ্সরাদের সাথে’ অপূর্ব লেগেছে। রচনাশৈলীতে মোকসেদীয় মোকসেদীয় ভাব লেগেছে।
আব্বাজান! ইহা আপনি কী শুনাইলেন? টাশকিত হইয়াছি। 😀
এবং এখানেই আমার প্রশ্ন – আপনাকে এতো নম্র মনে করা কেমনে সম্ভব??? নাহ, আমারই মনটা বড় কুটিল 🙁 ( 😀 )
@স্নিগ্ধা,
সেকি আর বলতে দিদিভাই। এতো আমরা সব্বাই জানি সেই কবে থেকেই। 😀
@ফরিদ আহমেদ,
কেউ কেউ যে আমাকে দিদিভাই ডাকে (আহা, তারা আমাকে কুটিল বলে মনে করে না!), সেটা নিয়েও ইয়ে! নাহ ……… মনটা বড়ই খারাপ হলো এই সক্কালবেলা …………
@স্নিগ্ধা,
সক্কালবেলাতেই স্নিগ্ধা’পুর মনটা খারাপ হলো। খুব খারাপ! খুব খারাপ!!
আচ্ছা আপনার মনটাকে অন্যদিকে সরিয়ে দেই। বলেনতো দিদিকে কেন ভাই বলে ডাকা হয়? দিদিভাই বলি আমরা, কিন্তু আপুদাদা বলি না কেন?
@ফরিদ আহমেদ,
[এবার “স্নিগ্ধা’পু” নিয়ে টানাটানি!!! :-Y ]
হ্যাঁ, তাই তো, কেন ডাকা হয় না?! খুউব অন্যায়! আপনি এক কাজ করুন না, মুক্তমনা সদস্যদের মধ্যে যাদের নিক দেখে মেয়ে/মহিলা বলে মনে হয় – তাদের আপুদাদা ডাকতে শুরু করে দিন না!
আমাকে দিয়েই শুরু করতে পারেন? তবে শুরুতেই থেমে থাকবেন না, সেটা অন্যদের ক্ষেত্রেও বিস্তৃত করতে হবে। না, মানে, “লম্বা লেজ” জিনিষটা আবার অনেক সময় অস্ত্র হিসেবেও ব্যবহ্নত হয় কিনা 😉
@স্নিগ্ধা,
এই ভার্চুয়াল জগতে কে যে ছেলে আর কে যে মেয়ে সেকি আর বোঝা যায়গো দিদিভাই। একবার একজনকে তন্বী তরুণী ভেবে পরশ পেতে প্রাণপাত করেছিলাম। পরেতো প্রাণ নিয়ে পলায়ন। আপুদাদার খোলস থেকে যে বেরিয়ে এসেছিল দৈত্যের মত এক দামড়া। 🙁
@ফরিদ আহমেদ, :lotpot:
ফরিদদিদি একি শুনালেন? :hahahee:
ভাইরে,
কী ক্ষতি করেছি আমি আপনার? একের পর এক বিব্রতই করে যাচ্ছেন শুধু আমাকে।
শুধু বলে যাই। যতখানি নম্র বলে মনে করছেন আমাকে, অতখানি বিনম্র মানুষ আমি না।
@ফরিদ আহমেদ,
আপনার বিনম্রতা জগদ্বিখ্যাত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সবাই সেটা জানে 😀 😀 😀
@রামগড়ুড়ের ছানা,
পুর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত কেউ জানলো না সেটাই শুধু আফসোস। 🙂
@ফরিদ আহমেদ, :lotpot:
@ফরিদ আহমেদ,
এইবারে মাফ চান। নাইলে মনে হচ্ছে আপনার খবর আছে…. 😀
আপনার লেখা আমি সব সময় মনযোগ দিয়ে পড়ি।ভালো লাগলো।