একটা জীবনের সমাপ্তি
চুল আঁচড়ানোর কাঁকই পড়ে আছে
একটা স্টেজের পর্দা নেমে
হলো যবনিকাপাত ,
শোনা যাবেনা আর কূজন কলোগীতি
জোছনাহীন চাঁদের মাঠে ,
শব্দ আর টেলিফোন পারবেনা
পাঠাতে , এ দুরত্বতের বাইরে আমি ।
পাখীরা বুঝি জেনেছিল
তাই কোলাহলহীন জানালার ধারে
নেমেছে স্তব্ধতা ,
জানালার কপাটে ঠান্ডা ছোঁয়া
পাবোনা অনুভবে ।
অন্ধকার ঘরে বিছানার কোলে
একাকী অশ্বথের মতো বালিশটা
থাকবে পড়ে ,
আমি নেই –
পৃথিবীর প্রেম বন্ধ হবে কী তাই?
দাঁড় কাক এসে দাঁড়াবে কী
ঐ হিজল গাছের ছায়ায়?
শান্তির পরশে আছি ছোট্ট নীড়ে
যেখানে ভাংবেনা আর
আমার পরিশ্রান্ত ঘুম
হায় – আমি নেই !