একটা জীবনের সমাপ্তি
চুল আঁচড়ানোর কাঁকই পড়ে আছে
একটা স্টেজের পর্দা নেমে
হলো যবনিকাপাত ,
শোনা যাবেনা আর কূজন কলোগীতি
জোছনাহীন চাঁদের মাঠে ,
শব্দ আর টেলিফোন পারবেনা
পাঠাতে , এ দুরত্বতের বাইরে আমি ।
পাখীরা বুঝি জেনেছিল
তাই কোলাহলহীন জানালার ধারে
নেমেছে স্তব্ধতা ,
জানালার কপাটে ঠান্ডা ছোঁয়া
পাবোনা অনুভবে ।
অন্ধকার ঘরে বিছানার কোলে
একাকী অশ্বথের মতো বালিশটা
থাকবে পড়ে ,
আমি নেই –
পৃথিবীর প্রেম বন্ধ হবে কী তাই?
দাঁড় কাক এসে দাঁড়াবে কী
ঐ হিজল গাছের ছায়ায়?
শান্তির পরশে আছি ছোট্ট নীড়ে
যেখানে ভাংবেনা আর
আমার পরিশ্রান্ত ঘুম
হায় – আমি নেই !
আমি কেন,জীব-জগৎতের সব কিছুই শেষতঃ সময়ের স্রোতে এক সময় মহাকালের গর্ভে হারিয়ে যায়।এই হারিয়ে যাওয়ার ভয় আছে বলেই মনে হয় জীবনের এতো ব্যাপকতা।
আপনার কবিতা দারুন চিন্তা-জাগানিয়া মনের খোরাক জোগায়।এবার শুধু কবিতা নয়,সাথে গল্পও পড়ার সুযোগ পাচ্ছি মনে হলো আপনার কমেন্টসে।দারুন।
ভালো থাকবেন।
সবাইকে অনেক ধন্যবাদ ।
হ্যাঁ তা হলে ওটা নিয়েও লিখে দেব
দুইবার পড়লাম, ভালো লাগলো। :rose:
ভাবিয়ে তুললো, দারুণ।
কবিকে দিও না দুঃখ,
দুঃখ দিলে-
সেও জলেস্থলে লিখে দেবে দুঃখের অক্ষর।
পাঠক না পেলে লেখা দেবনা – এটা আবার কি করকম কথা হলো? আপনার লেখার পাঠক আছে, ভালোই আছে। আপনার কাজ লিখে যাওয়া, কে পড়লো আর কে না পড়লো তা নিয়ে এত পেরেশান হওয়া নয়।
যিনি এত সুন্দর কবিতা লিখতে পারেন, তার ক্ষুদ্র ব্যাপারে মন খারাপ করা সাজে না।
@লাইজু নাহার অনেক ধন্যবাদ । এতো সতর্ক থাকার পরেও একটা না একটা বানান বা হাতে ফস্কে ভুল হয়ে গেল।দুঃখিত। ভাল লাগল তাই আবার আনন্দিত।
@Orko99।আপনাকে কেও ধন্যাবাদ ।
@বিজয়-অনেক অনেক ধন্যাবাদ !
@ আবুল কাশেম
আপানে কি বলে ধন্যবাদ জানাই। এমন পাঠক পেলে আমার লেখা দিতে কুন্ঠীত হবার কিছু থাকেনা।
এই সাইটে দেখি এমন সব শক্ত শক্ত প্রবন্ধ তাতে কবিতার মত কিছু দিতে ভাবনা চিন্তা করতে হয়। আমি ভেবেছিলাম পাঠক না পেলে আর লেখা দেবনা । আপনার মন্তব্য আমার লেখাকে সমৃদ্ধি কেবল এনে দিল সেই সাথে আত্মতৃপ্তি পেলাম।
@আফরোজা আলম,
ছোট বেলা মোল্লা ছিলাম তো, একটু ওয়াজ ফরমাই- লা ইয়াতামান্নাউল মাউত, মউতের তামান্না করা ঠিক না। তবে হাদীসে আছে, দিনে ৭০ বার মউতকে ইয়াদ করা ভাল। আমি একবারও করিনা, আসলে মৃত্যুকে আমি ঘৃণাই করি।
এ ব্যাপারে আমার যা বলার ছিল, অভিজিৎ দা বলে দিয়েছেন।
যিনি এত সুন্দর কবিতা লিখতে পারেন, তার ক্ষুদ্র ব্যাপারে মন খারাপ করা সাজে না।
মন্তব্যের পরিসংখ্যান দিয়ে পাঠক পরিমাপ করা যায় না। মুক্তমনায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য-তত্ত্ববহুল লেখা আছে যেখানে কোন পাঠকের মন্তব্য নেই।
আফ্ররোজা, কবিতাটি খুব সুন্দর হয়েছে।
তবে কবিতাটি পড়ে মনটা খারাপ হয়ে গেল।
শত্যিই, জীবনের লক্ষ্যই তো মৃত্যু। যতো প্রেম, ভালোবাসা—সব কিছুরই একদিন মৃত্যু হবে, সব কিছুই তো লাশ হবে।
কিন্ত, এতো ‘নেই’ এর মাঝেও তো বাঁচতে ইচ্ছে করে।
প্রেম হচ্ছে প্রজাপতির মতো । একে নাগালে পাওয়ার পর দুটোই পথ খোলা থাকে – একে বাঁচাতে হাতের মুঠো ছেড়ে উড়তে দেয়া অথবা মুঠোর মধ্যে এর নিশ্চিত মৃত্যু অবলোকন করা ।
ভালো লাগলো
আফরোজা কেন তুমি নেই?
থাক প্লিজ!
দুষ্টামি করলাম!
মনে হয় হিজল গাছ হবে।
ভালো লাগল।
ধন্যবাদ!