আমায় তোরা দেখতে পারিস্
এনেছি অনেক কিছু
এমন রত্ন খুজে পাবি,
ছুটবি পিছু পিছু।
দেখ্, রত্ন যত জগত জোড়া
মিলবে মোর মাঝে,
এমন লোকের অভাব আছে
কদর আমার বোঝে।
…এই ছোড়া! ও কি তোর কাছে?
এহ্! এ তো জানা মাল…
আর যদি দেখাস ফিরে
রাখবো না পিঠের ছাল।
শোন্, এসব রেখে আমায় ধর্
পাবি অনেক কিছু
গুরু আমি স্বীকার কর্
মিলবে জগত যিশু।
পন্ডিত আমি সবচে’ বড়
বুঝে শুনে চলিস্,
জটিল জালে কঠিন তলে
পড়লে আমায় ডাকিস্।
এই যে আমি জ্ঞানের আকড়ঃ
অজানা নেই পিপড়ে-মাকড়,
পারিস্ যদি দেখাস তবে
নতুন কোন মাল,
পেলেও কিছু অজানা মোর
জান্বি ওটা জাঁল।
প্রথম পাতায় একই লেখকের একাধিক লেখাকে মুক্তমনায় নিরুৎসাহিত করা হয়। আশা করি মুক্তমনার সম্মানিত সদস্যরা বিষয়টি অনুধাবন করতে সক্ষম হবেন এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
@মুক্তমনা এডমিন,
আমার এই অনাকাংখিত ভুল মার্জনা করবেন আশা করি।ভবিষ্যতে এরকম হবে না ওয়াদা করছি, ইংশায়াল্লা। 😀
আপনার কবিতা পড়ে চর্যাপদের কথা মনে পড়ল।আর আপনি চন্দ্রবিন্দু ব্যান্ডের ভক্ত নাকি আপনার কবিতায় ঁ দের কোন সিম্বলিক মিনিং আছে?:-D
কবিতাটা ভালো লেগেছে তবে দু তিনটে কবিতা গুলো একসাথে দিলে অনেকের লেখা প্রথম পাতায় আসতে পারে এবং তুলনামূলক ভাবে বশি সময় থাকতে পারবে।আর আমরাও বার বার ক্লিক করার ঝামেলা থেকে রক্ষা পাই।আপনার কল্যাণ হোক। :guru:
@পথিক, না মানে বানানের দিক থেকে আমি তাসের ঘর ছাড়া কিছুই নই, তাই সব সময় চন্দ্রবিন্দু নিয়ে সংশয়ী থাকি… মানে যে শব্দই আসে মনে হয় এই বুঝি তাতে একটা চন্দ্রবিন্দু আছে…
:-Y :-Y এই অধম ভবিষ্যতে আর এরকম ভুল ভুলেও করার চেষ্টা করবে না। আর এবিষয়ে আমি সচেতনও ছিলাম না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। :rose2:
আর তেল জিনিষটা আমি খুবই অপছন্দ করি…মানে :guru: এইটার মানে কি?
… মানে চর্যাপদ নামটা ছাড়া আমি এ বিষয়ে কিছুই জানি না, যদি বলতেন কেন মনে পড়ল তবে এই অধমের কৌতুহলটা মিটত।
ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।
আমোদিত হইলাম!!!!
এই চান্সে কইলাম,
শুধু কোবতে না দিয়া,
বিস্তারিত দ্যন লিখিয়া।
কোবতে পুরাই কোপানি!!
কিন্তু আমার মাথার এন্টেনা খানি-
বড়ই ছুডো!
তাই উপর দিয়া যায়!! :-Y
সরাসরি সত্য লিখিতে এত কষ্ট ক্যান??
ঘুরায়ে প্যাঁচায়ে না লিখ্যা, সরাসরি দ্যন! :brokenheart:
@তানভী, 😀 😀 😀
মানে এখানে নাঁক-উচু পণ্ডিত সমাজকে ব্যঙ্গ করা হয়েছে। তারা যে পায়তাড়া দেখাতে চায় বলে মনে হয়েছে তাই প্রকাশ করতে চেয়েছি, জানিনা সঠিক জিনিষটা প্রকাশ করতে পেরেছি কিনা। জানে না সামান্যও অথচ যা জানে সেটাকেই সব মনে করার প্রবণতা আমাদের পন্ডিতদের(?) মাঝে আমি লক্ষ্য করেছিঃ এটাই কবিতার সার কথা।…মানে আমি এখানে পান্ডিত্যের অহঙ্কার কে বিদ্রুপ করার চেষ্টা করেছি।
এই ছাইভষ্মকে আপনাদের কি করে কবিতা মনে হল তা আমি বুঝতে পারলাম না। 😕 এটা আপনাকে আনন্দ দিতে পেরেছে জেনে খুবই পুলকিত বোধ করছি।আপনাকে অসংখ্য ধন্যবাদ। :rose2: