আজন্ম বিদ্রোহী আমি
দ্রোহের ধ্বংসাত্বক জীবানুর অবাধ বিচরন
আমার দেহের শুরু থেকে শেষ পর্যন্ত
কুষ্ঠআক্রান্ত, গর্ভস্রাবের ন্যায় স্যাতস্যাতে নোংরা এই
সভ্যতার সাথে সবাই যখন আপোস করেছে, বিদ্রোহী
আমি এই সভ্যতার বিপরীতে অবস্থান নিয়েছি
যখন সবাই করেছে বিশ্বাস সমস্ত কিছুতেই
দূর্বিনিত আমি অবিশ্বাসী হয়েছি নির্দ্বিধায়
অবস্থান নিয়েছি বিশ্বাসের বিপরীত মেরুতে
হয়েছি বিরুদ্ধ স্রোতের যাত্রী ।
মিথ্যে গলাবাজির বিরুদ্ধে করেছি প্রচন্ড গর্জন
সহস্র মাইল দূরে থেকেছি সংঘ-পরিষদ থেকে
স্তবকে আঘাত করেছি অত্যন্ত ঘৃনাভরে, নিষ্ঠুর অট্টহাস্যে
মুকুট পড়েছি উন্নত শিরে সত্যের, নিষ্ঠুর বাস্তবতার,
স্বীয় বিশ্বাসের শেকর উপরেছি যুক্তি কুঠারের আঘাতে
আলিঙ্গন করেছি বিশ্বাসের অভাবকে মুক্ত চিত্তে, ব্যাপ্ত দু হাতে
চারদিকের প্রাচীন অন্ধকারকে দূর করেছি দৃঢ়তার সঙ্গে
যৌবনের ধর্মে । মিথ্যে দম্ভের বিরোধিতা করেছি রক্ত চক্ষু মেলে
প্রাগৌতিহাসিক সাহসিকতায় ।
আপোস করতে শিখিনি আমি, ভয় করতে জানি না
দ্রোহের আগুনে জ্বলা বিদ্রোহী আমি, এই আমার চেতনা ।
সাইফুল,
অাধুনিক কবিতা অনেক সময় দূর্বোধ্য ঠেকে নিজের মূখর্তার কারণে নাকি কবিতার অস্পষ্টতার কারনে তা জানিনে তবে অাপনারটি খুব সুন্দর হয়েছে, স্পষ্ট হয়েছে, ভাল লেগেছে, অভিনন্দন অাপনাকে।
অলৌকিতা ও অন্ধ বিশ্বাস ছাড়াও সমাজের অসঙগতি ও বৈষম্য সৃষ্টির কারণগুলি নিয়েও ভবিষ্যতে লিখবেন অাশা করিছ
@অাবদুল হক,
ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনি কি চট্টগ্রামে থাকেন ?
@সাইফুল ইসলাম,
অামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে থাকি। অাপনি ইমেইেল যোগাযোগ করলে খুশী হব।
@আবদুল হক,
আমি ইমদাদের বন্ধু। এখন কি চিনতে পারছেন? ঐযে পাবলিক লাইব্রেরীতে দেখা হয়েছিল। ভাল আছেন তো ? মুক্ত-মনাতে স্বাগতম।
অসাধারণ হয়েছে এবং আবারও বলতে বাধ্য হচ্ছি যে, আমার মনের চিন্তার সাথে এই কবিতার প্রতিটি শব্দ অদ্ভুদ ভাবে মিলে গেছে। মনের এরূপ মিলই আমার কাম্য।
সত্যিই অসাধারণ। ধন্যবাদ।
@মুহাইমীন,
আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।
@মুহাইমীন,
অামি অাপনার সংগে যোগাযেযাগ করতে চাই, কিভাবে সম্ভব জানালে খুশী হব
@অাবদুল হক,
আমার ই-মেইল ঠিকানা [email protected]. এই ঠিকানায় আপনার মেইল ঠিকানা দিলে তাতে যোগাযোগের নম্বর দেব।
(…মানে… এই অধম কে কেন প্রয়োজন তা আমি ঠাহর করতে পারছি না।)
ধন্যবাদ। অনেক ভাল লাগল।
ভাল থাকবেন। :rose2:
দারুণ!! কবিতা লেখা বন্ধ করেন না যেন কখনো।
কবি হিসাবে আপনার অনেক নাম ডাক হবে একদিন। অনেক কবিতা বোদ্ধাই অনেক সার্টিফিকেট দেবেন আপনাকে এই জীবনে। তবে শুরুর সার্টিফিকেটটা এই কবিতা না বোঝা লোকের কাছ থেকেই পেলেন, এই যা।
প্রশংসাতো অনেক হলো। এই বার কঠিন কথাটা বলি। কবিতা লেখার পরে একটা অভিধান নিয়ে বসে বানানগুলো ঠিক করে নিয়েন। কবিতায় বানান ভুল অসহ্য লাগে।
@ফরিদ ভাই,
অনেক ধন্যবাদ প্রেরনার জন্য।
অনিচ্ছাকৃত বানান ভুলের জন্য সত্যি আমারই খারাপ লাগে। যখন লিখি তখন শত বার দেখার পরেও ভুল ধরতে পারি না। কিন্তু যখন পোষ্ট করি তারপরে ভুলটা ধরতে পারি। আর তাছাড়া আমার নিজের কম্পিউটারটা প্রায় একমাস যাবত নষ্ট থাকার পরে আজকে বাসাতে আনলাম।সে জন্য ঠিকভাবে এডিট করতেও পারিনি। ক্ষমা প্রার্থনা করছি বানান ভুলের জন্য। যতটুকু পারছি ঠিক করে দিলাম।