আজন্ম বিদ্রোহী আমি
দ্রোহের ধ্বংসাত্বক জীবানুর অবাধ বিচরন
আমার দেহের শুরু থেকে শেষ পর্যন্ত
কুষ্ঠআক্রান্ত, গর্ভস্রাবের ন্যায় স্যাতস্যাতে নোংরা এই
সভ্যতার সাথে সবাই যখন আপোস করেছে, বিদ্রোহী
আমি এই সভ্যতার বিপরীতে অবস্থান নিয়েছি
যখন সবাই করেছে বিশ্বাস সমস্ত কিছুতেই
দূর্বিনিত আমি অবিশ্বাসী হয়েছি নির্দ্বিধায়
অবস্থান নিয়েছি বিশ্বাসের বিপরীত মেরুতে
হয়েছি বিরুদ্ধ স্রোতের যাত্রী ।

মিথ্যে গলাবাজির বিরুদ্ধে করেছি প্রচন্ড গর্জন
সহস্র মাইল দূরে থেকেছি সংঘ-পরিষদ থেকে
স্তবকে আঘাত করেছি অত্যন্ত ঘৃনাভরে, নিষ্ঠুর অট্টহাস্যে
মুকুট পড়েছি উন্নত শিরে সত্যের, নিষ্ঠুর বাস্তবতার,
স্বীয় বিশ্বাসের শেকর উপরেছি যুক্তি কুঠারের আঘাতে
আলিঙ্গন করেছি বিশ্বাসের অভাবকে মুক্ত চিত্তে, ব্যাপ্ত দু হাতে
চারদিকের প্রাচীন অন্ধকারকে দূর করেছি দৃঢ়তার সঙ্গে
যৌবনের ধর্মে । মিথ্যে দম্ভের বিরোধিতা করেছি রক্ত চক্ষু মেলে
প্রাগৌতিহাসিক সাহসিকতায় ।
আপোস করতে শিখিনি আমি, ভয় করতে জানি না
দ্রোহের আগুনে জ্বলা বিদ্রোহী আমি, এই আমার চেতনা ।