কখনও কি ভেবে দেখেছ
মনুষত্বের এই দুর্দিন কেন?
হ্যা,আমি তোমাকেই বলছি
যদি ভেবে থাকো তোমার ভেতরে
কিছু মানবতাবোধ এখনও অবশিষ্ট আছে
তাহলে তোমাকেই বলছি।
তুমি কি বুঝতে পারছ না যে,
এখন মনুষত্বের দূর্ভিক্ষ চলছে?
তুমি কি সত্যি বুঝতে পারছ না যে
মানবতা আজ মুমুর্ষ অবস্থায় মৃত্যুর দিন গুনছে?
তুমি কি জানো
তোমার হাতের খাবারের টুকরোটির দিকে
কয়েক কোটি অনাহারী মুখ চেয়ে আছে
তুমি কি জানো
ঐ খাবারের টুকরোটিতে ওদেরও অধিকার আছে
ওদের ঘাম ঝরানো পয়সাতেই তো তুমি খাবার কিনলে
হিংস্রতার বাজার আজ বড়ই রমরমা
চড়া মুল্যে দূর্নীতি বিক্রি হচ্ছে
মানবতার দাম কমে গেলেও কেউ কিনছে না
ঐ দ্রব্যের নাকি ডেট এক্সপায়ার করেছে
হজম করলেই কোষ্ঠকাঠিন্যের সাংঘাতিক ঝুকি
তারচেয়ে একবারে দূর্নীতি কেনাটাকেই সবাই ভাল মনে করছে
অন্তত আর যাই হোক হজমে তো আর কোনো সমস্যা হবে না
তাইবা এই অভাবের দিনে কম কিসে?
//মানবতার দাম কমে গেলেও কেউ কিনছে না
ঐ দ্রব্যের নাকি ডেট এক্সপায়ার করেছে//
দ্বিমত। মানবতার দাম কখনোই কম ছিল না। মানবতা অর্জন করতে হলে বরং ক্ষেত্রবিশেষে উচ্চমূল্য দিতে হয়।
কবিতাটা অসাধারণ হয়েছে।
সাইফুল আপনি খুব সুন্দর করে অপ্রিয় সত্য কথা বলেন। অসাধারণ
‘মুমূর্ষু মানবতা’ কবিতাখানা সে এক সাদা আয়না। শামুকের ভেতর থেকে নিঃসঙ্গ বের হই এই পাঠক আমি।নীরবে দাড়াই আয়নার সামনে একা।আমি আজ কার মুখোমুখি! কে আমি? কপালে সভ্যতা লিখি বাঁ আঙুল দিয়ে আয়নায় দেখি উল্টু।এরচেয়ে বরং আয়নায়ই লিখে ফেলি সভ্যতা মানবতা।কারণ আমি আজ সভ্যতার ফেরিওয়ালা।
এই মানুষ আমি এক অনন্য জীব। সর্বশক্তিমান।দেশে বিদেশে ভক্তরা সর্বদা ঘীরে রাখে আমারে।(যদিওবা এরাঁ বলে ভক্তরা কখনোই মানুষ হয় না।) ভক্তগণ আছে তাই এই আমিগণ আছি সত্য জানি মনে মনে।
আরেক কবি আমাদেরকে শুনান দূর্নীতির গান,
‘কতদিন ফুলের দোকানে প্রেমিকেরা তবু পায়নি শেষ ফুলটাও কিনে নিতে।
সবফুল মালা হয়ে ঝুলে আমার গলায় তেলতেলে।’
দেখেছি বাংলাদেশে যেকোন মানের দূর্নীতিবাজরা,নষ্টরা
ভক্তদের ফুলের মালা গলায় পড়তে পড়তে ফুলে ফুলে মাথা পর্যন্ত ভরে যেতে।তখন ফুলের প্রতি আমার এক ধরণের মায়া হয়!
মানবতার দাম নেই এসব কারণেও হয়ত।
মানবতা আজ মুমূর্ষ হলেও মরার সম্ভাবনা নেই ততদিন পর্যন্ত যতদিন পৃথীবি মানুষের।
সাইফুল ইসলাম কবি।তিনি সত্যকে কবিতায় দেখতেপান সুন্দরভাবে।
এদেশে দশকের পর দশক ধরে মানুষের সীমহীন অন্যায় অত্যাচার নির্যাতন অবিচার দুর্নীতির সামাজিকরনের বাস্তবতার ছবিখানা আমার পাঠক মনে অসাধারণ দার্শনিক বিতর্কের সৃষ্টি করে।মনে হয় এর যেন শেষ নেই।
আবার কেন যেনো মনে হয় বাদ জিনিস বাড়ে বেশী,ভালো জিনিস বাড়ে কম।মানুষের সুনীতি/দূর্নীতির বেলায়ও এরকম হয় কিনা।
কবি সাইফুল ইসলাম আপনাকে ধন্যবাদ।
@সালাম,
আপনাকে শুধু একটি কথাই বলতে পারি আপনার ভয়ানক সুন্দর এই মন্তব্যের জন্য, অসংখ্য ধন্যবাদ। আপাতত আর কিছু আসছে না মনে।
:yes: