কখনও কি ভেবে দেখেছ
মনুষত্বের এই দুর্দিন কেন?
হ্যা,আমি তোমাকেই বলছি
যদি ভেবে থাকো তোমার ভেতরে
কিছু মানবতাবোধ এখনও অবশিষ্ট আছে
তাহলে তোমাকেই বলছি।
তুমি কি বুঝতে পারছ না যে,
এখন মনুষত্বের দূর্ভিক্ষ চলছে?
তুমি কি সত্যি বুঝতে পারছ না যে
মানবতা আজ মুমুর্ষ অবস্থায় মৃত্যুর দিন গুনছে?

তুমি কি জানো
তোমার হাতের খাবারের টুকরোটির দিকে
কয়েক কোটি অনাহারী মুখ চেয়ে আছে
তুমি কি জানো
ঐ খাবারের টুকরোটিতে ওদেরও অধিকার আছে
ওদের ঘাম ঝরানো পয়সাতেই তো তুমি খাবার কিনলে

হিংস্রতার বাজার আজ বড়ই রমরমা
চড়া মুল্যে দূর্নীতি বিক্রি হচ্ছে
মানবতার দাম কমে গেলেও কেউ কিনছে না
ঐ দ্রব্যের নাকি ডেট এক্সপায়ার করেছে
হজম করলেই কোষ্ঠকাঠিন্যের সাংঘাতিক ঝুকি
তারচেয়ে একবারে দূর্নীতি কেনাটাকেই সবাই ভাল মনে করছে
অন্তত আর যাই হোক হজমে তো আর কোনো সমস্যা হবে না
তাইবা এই অভাবের দিনে কম কিসে?