কনওয়ে টুইটিঃ একটু গান হলে কী ক্ষতি?

 

এটি একটি অর্থহীন পোস্ট। নিছক বিনোদনই এর মূল উদ্দেশ্য, কোন সারবস্তু নেই এ লেখাতে। যারা সিরিয়াস লেখা পড়ে অভ্যস্ত তারা নিশ্চিতভাবেই হতাশ হবেন এটি পড়লে। তবে কথা হচ্ছে জীবনের সবকিছুইতো আর সিরিয়াস নয়। সেই ভরসাতেই চানাচুর মার্কা এই লেখাটি পোস্ট করলাম। কারো আপত্তি থাকলে আওয়াজ দিয়েন। বেশি লোকজনের বিরক্তি দেখলে আস্তে করে মুছে দেবো লেখাটি। কথা দিচ্ছি।

 

ভদ্রলোকের আসল নাম ছিল হারল্ড জেনকিন্স। ছিলেন আমেরিকার কান্ট্রি মিউজকের লিজেন্ড। কী কারণে যেন প্রথম জীবনে ধারনা হয়েছিল, তার নাম শো বিজনেসের জন্য খুব একটা উপযোগী নয়। তাই পিতৃপ্রদত্ত নামটা পালটে ফেলে ছিলেন তিনি। নাম পাল্টানোর এই বাহারী কাজ শো বিজনেসের অনেক লোকই করে থাকেন। এর মধ্যে এমন কিছু নতুনত্ব বা বিশেষত্ব নেই। কিন্তু, ইনি খুব অদ্ভুতভাবে তার নাম ঠিক করেছিলেন। আরকানসার শহর কনওয়ে আর টেক্সাসের শহর টুইটিকে একত্রে করে নিজের নাম বানিয়ে নিয়েছিলেন কনওয়ে টুইটি বলে। দুর্মুখেরা বলে থাকে যে এই দুই শহরে তার দুই প্রেমিকা ছিল। তাদের কথা যাতে মনে থাকে সে কারণেই নাকি এই নাম নিয়েছিলেন তিনি।

 

 

 

কনওয়ে টুইটি

 

টুইটি জন্মেছিলেন মিসিসিপিতে ১৯৩৩ সালে। যদিও কান্ট্রি মিউজিক দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন, শুরু করেছিলেন রক এন্ড রোল দিয়ে। এলভিস প্রিসলির মিস্ট্রি ট্রেন গান শুনেই রক এন্ড রোলে ঝুঁকে পড়েন টুইটি। প্রথম সাফল্য এসে ধরা দেয় ১৯৫৮ সালে ইটস অনলি মেইক বিলিভ গানের মাধ্যমে। এই গানের আট মিলিয়ন কপি বিক্রি হয় এবং বিলবোর্ড পপ মিউজিক চার্টের শীর্ষস্থান দখল করে ফেলে। শুরুর দিকে অনেকে ভেবে নিয়েছিল যে এই গান এলভিস প্রিসলিই গেয়েছে ভিন্ন নামে।

 

রক এন্ড রোল দিয়ে সাফল্য পেলেও টুইটির মূল আগ্রহ ছিল কান্ট্রি মিউজিকের প্রতি। ১৯৬৫ সাল থেকে কান্ট্রি মিউজিক রেকর্ড করা শুরু করেন। কিন্তু রক এন্ড রোলের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে শুরুর দিকে তেমন একটা পাত্তা পাননি তিনি। কিন্তু একের পর এক হিট গান দিয়ে সবাইকে চমকে দিতে থাকেন তিনি। ১৯৭০ সালে তিনি রেকর্ড করেন তার সবচেয়ে জনপ্রিয় গান হ্যালো ডার্লিং। কান্ট্রি চার্টে চার সপ্তাহে শীর্ষে ছিল এই গান।

 

টুইটিকে নিয়ে এত কথা বলার আসল উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা গান শোনানো। না, কোন কান্ট্রি সং না। একটা প্রেমের গান। অনেকেরই হয়তো শোনা। তবুও আবার শুনুন। আশা করি ভাল লাগবে।

 

ছোট্ট এক শহরের পনেরো বছরের এক কিশোরী প্রেমে পড়েছে প্রতিবেশী বাইশ বছরের এক তরুণের। করুণ আর্তিতে কিশোরী তরুণকে বলছে তার জন্য অপেক্ষা করতে। সেতো আর ছোট্ট কিশোরী থাকবে না বেশিদিন। কিন্তু তরুণের অত ধৈর্য্য নেই কিশোরীর তরুণী হবার অপেক্ষায় থাকার। এর চেয়ে জীবনের সাফল্যটাই তার কাছে বড়। কিশোরী করুণ আহাজারি আর কান্নাকে উপেক্ষা করে তরুণ চলে আসে বড় শহরে সাফল্যের আশায়। চাকরি শুরু করে, গড়ে তোলে পেশাগত জীবন। কিন্তু মগজের গভীরে কোথায় যেন মেয়েটির স্মৃতি, তার চোখের মুক্তবিন্দুর মত অশ্রুজল তাড়া করে ফেরে তাকে। স্মৃতির তাড়াতেই একদিন সিদ্ধান্ত সেই তরুণ কিশোরীর কাছে ফিরে যাবার। সবকিছুকে পিছনে ফেলে অস্থির চিত্তে পাঁচ বছর পরে ছুটে যায় তার সেই ছোট্ট শহরে। দেখা করে কিশোরীর সাথে, জানায় তার ভালবাসার কথা। কিন্তু হায়, সবকিছু যে বদলে গেছে এখন। সময় যে সবকিছুকে বদলে দেয় তার নিজস্ব নিয়মে। সেই কিশোরী এখন আর কিশোরী নেই। ছোট্ট বেলার দেয়া প্রতিশ্রুতি রক্ষার্থেই যেন বড় হয়ে গেছে সে এখন। এখন সে তরুণী। অশ্রুসজল চোখে তরুণী জানায় অনেক দেরি করে ফেলেছো বন্ধু। আমি যে এখন তোমার সবচেয়ে কাছের বন্ধুর বউ।

 

 

১৯৭৫ সালে কনওয়ে টুইটি তার ষোল বছরের কিশোরী কন্যা জনি লীর সাথে অনন্য সাধারণ করুণ প্রেমের এই গানটি গেয়েছিলেন।

 

httpv://www.youtube.com/watch?v=q7LuO1Cz2Do

 

Don’t Cry Joni

 

Conway Twitty & Joni Lee

Jimmy please say you’ll wait for me
I’ll grow up someday you’ll see
Saving all my kisses just for you
Signed with love forever true.

Joni was the girl who lived next door
I’ve known her I guess ten years or more.
Joni wrote me a note one day.
And this is what she had to say.

Jimmy please say you’ll wait for me
I’ll grow up someday you’ll see
Saving all my kisses just for you
Signed with love forever true.

Slowly I read her note once more
Then I went over to the house next door
Her tear-drops fell like rain that day
When I told Joni what I had to say.

Joni, Joni please don’t cry
You’ll forget me by and by
You’re just fifteen and I’m twenty two,
and Joni I just can’t wait for you.

Soon I left our little home town,
Got me a job and tried to settle down
But these words kept haunting my memory,
the words that Joni said to me.

Jimmy please say you’ll wait for me
I’ll grow up some day you’ll see
Saving all my kisses just for you
Signed with love forever true.

I packed my clothes and I caught a plane
and I had to see Joni. I had to explain,
how my heart was filled with her memory
and ask my Joni if she’d marry me

I ran all the way to the house next door
but things weren’t like they were before
My tear-drops fell like rain that day
When I heard what Joni had to say.

Jimmy, Jimmy please don’t cry
You’ll forget me by and by.
It’s been five years since you’ve been gone
Jimmy, I – (married) – your best friend John.