কবির কলম
 কবীর বাবু

  
 
নিষেধের তর্জনী চারদিক –
 বাঁধ ভাঙ্গা জোয়ারের মতোন তবুও
 কবির কলমের উত্তাল গতি ।
  
 কবির মনোভূমে ইশ্বরের বাস
 কবি তো ইশ্বর; যতই সীমায়িত হোক
 তার শিল্পিত সৃষ্টির সুনীল দিগন্ত।
  
 দূর্বাশা মুনির মতো যতই চোখ রাঙাও
 কিংবা গড়ো চীনের প্রাচীর চারপাশ
 ইশ্বর কি কোন বাধা মানবে?
  
 কবির হাতে ইশ্বরের কলম
 দিবালোকে দিব্যরথে তেজোদ্দিপ্ত
 কবির সত্য শব্দ উচ্চারণ;
 দ্বিপ্রহরের সূর্যের মতোই কবির কবিতা
 প্রখর প্রত্যয়ী, সদা ভাস্বরিত –
 তাকে তুমি রুখবে কি করে?