জনসংখ্যার চাপ এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাসমূহ বাংলাদেশকে একটি ব্যর্থ রাস্ট্রে পরিনত করতে পারে।

ন্যাশনাল জিওগ্রাফিকের ডন বেল্ট আমাদের জানাচ্ছেন ভারত বাংলাদেশের সীমান্তে বরাবর ২৫০০ মাইল দীর্ঘ কাঁটাতারের বেড়া দিয়ে তাদের দেশে জলবায়ূ শরনার্থী প্রবেশের পথ বন্ধ করছে। আর এরই পূর্ব পরিকল্পনা হিসাবে প্রতিদিন সীমান্তে গুলি করে মানুষ মারছে যাতে করে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদশের মানুষের কাছে একটা শক্ত মেসেজ পৌছায় যে ভবিষ্যতে গন অভিবাসন নেয়ার চেষ্টা প্রতিরোধ করা হলে কেউ যেন তাদের দোষারোপ না করে। কিন্তু লক্ষ লক্ষ লোক যদি ভারতের সীমান্তে গিয়ে উপস্হিত হয় তবে বুলেট তাদের বেশিক্ষন ঠেকিয়ে রাখতে পারবে না।