শেষ-অধিনায়ক : চার্লস ডারউইন
লেখকঃ দ্বিজেন শর্মা এক ১৮৭৬ সালের গ্রীষ্মের এক ভোরে লন্ডন থেকে উনিশ মাইল দূরে ওফিংটন রেলস্টেশনের লাগোয়া ডাউন গ্রামের নির্জন পথে যে বৃদ্ধ হেঁটে বেড়াচ্ছিলেন তিনি সেখানকার সকলেরই প্রিয়। তাঁর দীর্ঘ দেহ সামনে ঝুঁকে পড়েছে, শরীর দুলছে চলার ছন্দে, স্পষ্ট শোনা যাচ্ছে লাঠির ঠক ঠক আওয়াজ। এমনি ভোরে বেড়ানো তাঁর অনেক দিনের অভ্যাস। প্রায় মধ্যযৌবন [...]