অভিজিৎ রায়ের মা শেফালী রায়ের জীবনাবসান
শেফালী রায় গতকাল ৩ ডিসেম্বর চিরবিদায় নিলেন অভিজিৎ রায়ের মা এবং অধ্যাপক অজয় রায়ের স্ত্রী শেফালী রায়। দীর্ঘদিন থেকে তিনি অসুস্থতায় ভুগছিলেন। পুত্র অভিজিৎ রায়ের নির্মম হত্যাকাণ্ডের ধকল আর কখনো কাটিয়ে উঠতে পারেন নি। সারাটি জীবন তিনি সার্বক্ষণিক সঙ্গী ও সাক্ষী হয়ে ছিলেন অধাপক অজয় রায়ের বর্ণিল ও সংগ্রামী জীবনের। তাঁর মরদেহ দান [...]