মসজিদে আমায় ডেকো না
মসজিদে আমায় ডেকো না, সেখানে আমার বড্ড ভয় হয়। সেখানে আমায় রক্তাক্ত করে সেখানে আমায় অগ্নিদগ্ধ করে, আমার যাবতীয় সৃজনশক্তির মাথাগুলো এক এক করে কেটে ফেলা হয় আনুগত্যের কুড়াল দিয়ে। মসজিদে আমায় ডেকো না, সেখানে আমার বড্ড ঘৃণা হয়। ওরা আমার অনন্দগুলোকে শোক করে দেয় আর চিৎকার করে বলে, পরাধীনতাই মুক্তি। ওখানে আমার স্বাধীনতাকে গলা [...]