মসজিদে আমায় ডেকো না,
সেখানে আমার বড্ড ভয় হয়।
সেখানে আমায় রক্তাক্ত করে
সেখানে আমায় অগ্নিদগ্ধ করে,
আমার যাবতীয় সৃজনশক্তির মাথাগুলো
এক এক করে কেটে ফেলা হয় আনুগত্যের কুড়াল দিয়ে।
মসজিদে আমায় ডেকো না,
সেখানে আমার বড্ড ঘৃণা হয়।
ওরা আমার অনন্দগুলোকে শোক করে দেয়
আর চিৎকার করে বলে, পরাধীনতাই মুক্তি।
ওখানে আমার স্বাধীনতাকে
গলা টিপে হত্যা করা হয়।
মসজিদে আমায় ডেকো না,
সেখানে আমার বড্ড ভয় হয়।
এক অশরীরী আত্ত্বার ভয়ে আমার শরীরী আত্ত্বা যেন
দিক-বিদিক ছুটে বেড়ায়, দিশেহারা হয়ে উঠে।
সে’খানে যে নাটকের নকশা চলে
সে নাটকে আমি চিরকালই খলনায়ক –
সে নাটকে আমাকে খলনায়ক বানানো হয়।
মসজিদে আমায় ডেকোনা,
সেখানে আমার বড্ড শংকা হয়।
সেখানে আমায় বিভেদিত করা হয়
সেখানে আমার বিবেকের উর্বর শশ্যভুমিতে
বৈষমের বীজ গজিয়ে দেয়া হয়।
মসজিদে আমায় ডেকোনা,
সেখানে আমায় কলুষিত হতে বলা হয়।
মুক্তমনায় আমি নতুন, তাই পূর্বের লেখার সাথে পরিচয় নেই। আজ ” মসজিদে আমায় ডেকোনা ” কবিতাটি পড়ে খুব ভালো লাগলো, সহজ সরল ভাবে মনের ইচ্ছাকে বুঝিয়েছেন, কিন্তু অন্ধ মৌলবাদীর দল বুঝবে কি এর অর্থ? মনের মধ্যেই সব বর্তমান। উপাসনালয়ে গিয়ে লোক দেখানো উপাসনা না করে, মানব ধর্মে নিজকে নিয়োজিত করাটাই, মানবতার প্রতীক। এই লেখার জন্য স্বপ্ননীল মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। আপনার চাওয়া, অনেকেরই চাওয়া। কিন্তু মুখ ফুটে বলে পারেনা।
ভাল হয়েছে।
@নাহিদ,
ধন্যবাদ নাহিদ।
ভাবছি এরপর কেও শুক্রবার নামায পড়তে যেতে বললে কবিতাটা দেখায় দিব।
আপনার প্রোফাইল ছবিটা আরেকটু ছোট করলে ভালো হয়। থাম্বনেইলটা ঠিক আছে কিন্তু প্রোফাইল পেজে ছবি খুব বড় আসছে।
@রামগড়ুড়ের ছানা,
খুব ভাল কথা। এই কবিতা ঐ মানুষগুলো উপলব্ধি করা জরুরী।
ভাল থেকো।
মুক্তমনায় স্বাগতম। অসাধারণ লিখেছেন, মনে হলো আমার মনের কথাগুলোই পড়ছি। :rose2:
সুন্দর কবিতা।
স্বপ্নীল, আপনাকে মুক্তমনায় স্বাগতম।
@নিশাচর,
ধন্যবাদ নিশাচর। আবৃত্তদের মুক্তির জন্য আ%E
:yes:
:rose:
@সৈকত চৌধুরী,
আপনার কি মনে হয়?
আরও লেখা চাই। 🙂
@সাইফুল ইসলাম,
লেখা, সে তো আসবার জন্যই।
ধন্যবাদ ভাইয়া।
:yes:
@ব্রাইট স্মাইল্,
জি, কথা সত্য।
ইস, আমিও যদি এ রকম একখানা কবিতা লিখতে পারতাম। কবিতাটি বাংলাদেশের কোন পত্রিকা কি গ্রহণ করবেনা ছাপাবে না?
চৈতন্যহীনদের জাগাতে এমন আরো ধারালো কবিতা উপহার দিন।
:rose2: :yes:
@আকাশ মালিক,
আপনার প্রাঞ্জল আহবানে আমি আবেগাপ্লুত। অনেক ধন্যবাদ। আমি জানি আপনিও আমার মতনই ভাবছেন কিন্তু তা প্রকাশ করতে হয়ত পারছেন না। তাতে কি ভাবাটাও অনেক কিছু।
ভাল থাকবেন।
@স্বপ্নীল,
আপনিও আমার কথাই বলেছেন। অথবা এভাবেও বলা যায় আমি আপনার কথাই বলেছি।
ধন্যবাদ ভাল থাকবেন।
@নৃপেন্দ্র সরকার,
ধন্যবাদ দাদা। আপনার লেখা বড্ড ভালা পাই।
ইদনিং কালে পাকিস্থান, বাংলাদেশ, আফগানস্থান, ইরাক, ইরানের মসজিদ গুলোর দিকে তাকালে স্বপ্নীলের লেখা কবিতাটি সঠিক বলে মনে হয়। বাস্তবতার আলোকে সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য স্বপ্নীলকে অশেষ ধন্যবাদ। আপনার আরো কবিতা চাই।
@Arupa,
আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু ইদানিংকালে নয় যা সত্য তা চিরকালের জন্যি সত্য। কবিতা আরো আসবে। ধৈর্য ধরুন।