বহির্মুখী অবলোকন : রাত্রিঘোরে রাত্রিশেষের গান (শেষাংশ)
প্রথমাংশ দ্বিতীয়াংশ তৃতীয়াংশ সম্পূর্ণ লেখাটি একসঙ্গে ........................... সেই তো আমার আলো গহন এই সন্তরণলীলা সমাপনান্তে বিস্তর ঝিনুক আমরা আহরণ করেছি বলে ভ্রমাকুল। সেসব আদৌ সত্য ঝিনুক, নাকি ঝিনুকের ছদ্মপোশাকে সমুদয় মৃত কঙ্কর, তা এখন মিলিয়ে দেখবার প্রয়াস নিতে পারি। যদি ভ্রম হয়, অচিরাৎ শুধরে নেবার কাজে হবো যত্নবান। এজন্যে আমাদের প্রবেশ করতে হবে তিমিরাকুল দীর্ঘ [...]