আফগানিস্তান দুর্যোগে আমাদের উল্লাস
লিখেছেন: তরফদার আফগানিস্তান নামটা কত না কথা আমাদের মনে জাগায়। রবীন্দ্রনাথের কাবুলীওয়ালা, মুজতবা আলীর দেশে বিদেশে। সেই আফগানিস্তানে তালিবান আবার ক্ষমতায় এলো। বাংলাদেশের অনেক মানুষই যেন উল্লসিত তালিবানের এই আগমনে। ক্ষমতায় আসার আগে তালিবান ক্রমাগতই হত্যা করে চলেছিল সাংবাদিক, বিচারক, ছাত্রদের – তাদের রোষ বিশেষ করে রক্ষিত ছিল নারী পেশেজীবীদের জন্য। আর জাতিগত সংখ্যালঘুদের জন্য [...]