সন্দ্বীপ: এক দ্বিতীয় পৃথিবীর সন্ধান
১৮ বছর পেরিয়ে সীতাকুণ্ড চ্যানেল পার হয়ে আমাদের ট্রলারটি সন্দ্বীপের নিকতবর্তী হতেই, দেখলাম অভ্যর্থনা জানানোর জন্য ৩০-৩৫ জনের একটি দল দাঁড়িয়ে আছে। একজন বিজ্ঞান বক্তাকে অভ্যর্থনা জানানোর জন্য এতদূরে ১৮-৩০ বছর বয়সের একদল তরুণ অপেক্ষা করতে পারে, তা না দেখলে বিশ্বাস করতাম না। তখন সম্মান ও গর্ববোধ করেছিলাম। সেইসাথে কিছুটা মানসিকচাপও অনুভব করছিলাম। কারণ [...]