ইলুমিনাতি, একটি মার্কেটিং টুল; অথবা ছহি ইলুমিনাতি শিক্ষা

ছোটবেলায় আমি বেশ ভীতু প্রকৃতির ছিলাম। জ্বীন-ভূত, ড্রাকুলা, ইত্যাদির ভয়ে অস্থির থাকতাম। কখনও শুনতাম রক্তচোষা এসে বাচ্চাদের গলা থেকে রক্ত শুষে নিয়ে যাচ্ছে, কখনও শুনতাম, ব্রিজ বানানোর জন্যে বাচ্চাদের মাথা কেটে নেয়া হচ্ছে, ইত্যাদি। ধীরে ধীরে বড় হই, জ্ঞানবুদ্ধি বৃদ্ধি পায়, এখন আমার বাচ্চাদের এসব নিয়ে ভয় পাওয়ার বয়স নেই। কিন্তু এই সময়ে নতুন এক [...]