ম্রো সম্প্রদায়, আদিবাসী উচ্ছেদ ও উন্নয়ন
তৃণাঙ্কুর আহমেদ আদর আবেং, একজন আদিবাসী লেখক, জনজাতির কণ্ঠ নামের এক ওয়েবপোর্টালে প্রকাশিত এক নিবন্ধের শিরোনাম দিয়েছিলেন “আদিবাসী ও উচ্ছেদঃ সমার্থক দুটি শব্দ?” তার শিরোনামটি নতুন করে ভাবাচ্ছে নতুন একটি প্রেক্ষাপটে। ফেসবুকে ম্রো সম্প্রদায়ের শান্তিপূর্ণ প্রতিবাদের ছবি দেখতে পাচ্ছি ইদানিং। জেনেছি বান্দরবনের চিম্বুক পাহাড়ে এক হাজার একর জমি দখল করে “এমিউজমেন্ট পার্ক” নির্মাণের সিদ্ধান্ত নেয়া [...]