মৌলবাদের সমাবেশ দেখে যারা ভীত তাদের জন্য তাৎক্ষনিক ভাবনা
আমাকে অনেকে ইনবক্সে কাঠমোল্লা ও মৌলভীদের বিশাল মিছিল-সমাবেশের ছবি-ভিডিও পাঠান। এটা পাঠিয়ে তারা আমাকে বোঝাতে চান দেশে ধর্মান্ধ-মৌলবাদীদের অবস্থান, বিস্তার কতটা ভয়াবহ ও আতংকজনক। আমি সে সব বন্ধুদের বলছি, বাংলাদেশে মৌলবাদের বিপদ ও ধর্মভিত্তিক শিক্ষার একজন গবেষক হিসেবে শুধু এটুকু বলি, আমি এ বিষয়ে অবগত। এবং এ বিষয়ে সবসময় খোজ-খবর রাখতে চেষ্টা করি। আর জানি [...]