অবশেষে পাওয়া গেছে মানুষের আদি বাস্তুভিটার ঠিকানা
উৎসুক মানুষ জানতে চায় তারা কোথা থেকে এসেছে। এতদিনের আলোচিত প্রশ্নের উত্তর সম্ভবত বিজ্ঞানীগণ শেষ পর্যন্ত খুঁজে সুনির্দিষ্ট করতে পেরেছেন কোথায় আমাদের পূর্ব-প্রজন্মের আদি-নিবাস। যেকারো কাছে নিজের বাড়ি তার একান্ত আপন অনুভূতির জায়গা, হোক না সেটা হাজার মাইল দূরে, জন্মভূমি থেকে হয়ত বিচ্ছিন্ন বহুবছর অথবা জন্মভূমির সাথে যোজন যোজন অভিজ্ঞতার ফারাক। হাজার হাজার বছর ধরে [...]