কয়েকটি কবিতা ও ছায়া-কাব্য
যেভাবে আবিষ্কার হয় সত্য যে শিশুটিকে গলা টিপে হত্যা করেছি তুমি আর আমি, মৃত্যু নিশ্চিত করার জন্য পুড়িয়ে ছাই করেছি তার দেহ। আরও কিছু যাতে না ঘটে সেই ভয়ে কিছুটা ছাই ভাসিয়ে দিয়েছি সমুদ্রে কিছুটা উড়িয়ে দিয়েছি ঝড়ো বাতাসে আর কিছুটা চাপা দিয়েছি অন্ধকারে। শিশুটি এখন আমাদের ভেতরে আবাস গেড়েছে, বাস করতে করতে জমাট বেধে [...]