চাপা পড়া ইস্যু ২০১৬
লিখেছেন: নিকসন কান্তি বাংলাদেশের সংবাদ জগতে ফলোআপ ব্যাপারটা কম চোখে পড়ে। একেকটা ঘটনায় ক’দিন খুব হৈ চৈ হয়। সংবাদপত্রের প্রথম পাতায় লাল-রঙা বিশাল হেডিং। পরপর কয়েকদিন। এর মধ্যেই আরেকটা বড় কিছু ঘটে। তখন আগেরটা চাপা পড়ে যায়। প্রথম পাতা থেকে ভেতরের পাতায়। তার থেকে শেষ পাতায়। তারপর বিস্মৃতির অতলে। কোথাও আর কোন আলোচনা নেই। ২০১৬ [...]