কাদের মোল্লা সহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে ব্লগার এবং অনলাইন এক্টিভিস্টদের সমন্বয়ে গড়ে ওঠা অভূতপূর্ব গণজাগরণের প্রতি সংহতি প্রকাশ করছে মুক্তমনা।
সাফির জন্য ভালবাসা
১. অনেকদিন আগের ঘটনা। মুক্তমনায় আফরোজা আলম একটা লেখা লিখেছিলেন। নোবেল বিজয়ী ডঃ ইউনূস ( নোবেল পুরষ্কার কি ছিনতাই সম্ভব?), এই নামে। এই লেখায় আদিল মাহমুদ একটা মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের অংশ বিশেষ ছিল এরকম। ওনার ক্ষেত্রে আমার কাছে যেটা আজব লাগে তা হচ্ছে যে উনি নোবেল প্রাইজ পাওয়ার পর পরই দেখা গেল হঠাত করেই [...]