মিডিয়ায় নারী দেহের পণ্যায়নঃ আমার কিছু এলোমেলো ভাবনা
১) বিজ্ঞাপণের নারী মডেল কিংবা সিনেমার নায়িকা কি পণ্য? আসেন আগে দেখি পণ্য কি---পণ্য একটা বস্তু মাত্র, যার স্বাধীন ইচ্ছা-অনিচ্ছা থাকার কোন প্রশ্নই ওঠে না, কেউ তা উৎপাদন করে এবং বাজারে বিক্রি করে, অন্যারা তা কিনে ব্যবহার করে। বিজ্ঞাপণের নারী মডেল কিংবা সিনেমার নায়িকা---তা তিনি যত খোলামেলাই হোন না কেন---নিজের ইচ্ছায় তা করেন। বোরকা পরবেন [...]