চিরকুট
কয়েকটা মাছি কোথা থেকে উড়ে এসে স্বাগত জানালো সৌরভকে। একপাল্লার জং-ধরা টিনের গেটটা দেয়াল ঘেঁষে কাৎ হয়ে পড়ে আছে। সৌরভ ভাঙা গেটের কাছে দাঁড়িয়ে ইতস্তত করছিলো। বাড়িটা ফাঁকা। সে পকেট থেকে চিরকুটটা বের করে আবার চোখ বুলালো। কপালে বিন্দু বিন্দু ঘাম। পতিত গেটটার দিকে তাকালো। অতীত এসে হাজির। সে অনুভব করলো, অতীতের দরজা জানালা সব [...]