তোমার পথের কাঁটা হবো না
এই প্রত্যয় নিয়ে
তোমাকে ভালবাসতে
বাসতে
বাসতে
সূর্য সায়র পেরিয়ে এসেছি।
তোমার বিশ্বাস হয়নি।
হিমালয় মরে গিয়ে
মরুভূমি হয়ে যাবার পর
কি বিশ্বাস হবে ভালবাসি?

মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে
তোমার বিশ্বাস হয়নি।
আবাদী জমি নোনাজলে
ডুবে যাচ্ছে
তোমার বিশ্বাস হয়নি।
বিলুপ্ত হয়ে যাচ্ছে শস্য
বিশ্বাস হয়নি।

তোমাকে ভালবাসতে
বাসতে
বাসতে
আধ-খানা শরীর রেখে এসেছি
যমের ঘরে।
বিশ্বাস হয়নি।
পৃথিবীর সবকিছু
নোনাজলে ডুবে যাবার পর কি
তোমার বিশ্বাস হবে
ভালবাসি?
তোমাকে ভালবাসতে
বাসতে
বাসতে
পথের কাঁটা হবো না
এই প্রত্যয় নিয়ে
প্রকৃতির মতো
আমিও
প্রশ্নাতীত
অতীত হয়ে যাচ্ছি
তবুও
তোমার বিশ্বাস হয়নি
ভালবাসি।

অক্টোবর ৫, ০৮