তোমার পথের কাঁটা হবো না
এই প্রত্যয় নিয়ে
তোমাকে ভালবাসতে
বাসতে
বাসতে
সূর্য সায়র পেরিয়ে এসেছি।
তোমার বিশ্বাস হয়নি।
হিমালয় মরে গিয়ে
মরুভূমি হয়ে যাবার পর
কি বিশ্বাস হবে ভালবাসি?
মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে
তোমার বিশ্বাস হয়নি।
আবাদী জমি নোনাজলে
ডুবে যাচ্ছে
তোমার বিশ্বাস হয়নি।
বিলুপ্ত হয়ে যাচ্ছে শস্য
বিশ্বাস হয়নি।
তোমাকে ভালবাসতে
বাসতে
বাসতে
আধ-খানা শরীর রেখে এসেছি
যমের ঘরে।
বিশ্বাস হয়নি।
পৃথিবীর সবকিছু
নোনাজলে ডুবে যাবার পর কি
তোমার বিশ্বাস হবে
ভালবাসি?
তোমাকে ভালবাসতে
বাসতে
বাসতে
পথের কাঁটা হবো না
এই প্রত্যয় নিয়ে
প্রকৃতির মতো
আমিও
প্রশ্নাতীত
অতীত হয়ে যাচ্ছি
তবুও
তোমার বিশ্বাস হয়নি
ভালবাসি।
অক্টোবর ৫, ০৮
আমি কি কখনো পরবো এত সুন্দর করে বলতে ?
চমৎকার আবৃত্তিযোগ্য কবিতা , আমার আবৃত্তির খেঁড়ো খাতায় টুকে নেবার সবিনয় দাবী জানাচ্ছি।
আচ্ছা, এই “ব্যাপক নেই” এর মাঝে থেকেও “কি আছে” তা’ নিয়ে একটা কবিতা হয়ে যাক না!
@কেয়া রোজারিও,
কচু কাটতে কাটতে ডাকাত, লেখতে লেখতে লেখক আর কা কা করতে করতে কেউ কেউ কবি। আমি কা কা করতে গিয়ে এখনো গাছের ডালে।
সেই ডাল থেকে আপনি আমাকে নামাবেন? আমাকে গাছ থেকে নামাতে গিয়ে আপনি না আবার গাছের ডালে উঠে যান, সেই ভয়ে ভয়ে মরতে মরতে বললাম, তথাস্তু! নিজেদের সংখ্যা কে না বাড়াতে চায়?
“কি আছে” তা নিয়ে ইন্টারনেটে যেতে হবে। দেখি কিছু পাওয়া যায় কি-না? আর পেলেই যে তা কবিতা হয়ে উঠবে এ নিশ্চয়তা দিতে পারবো না। মানুষকে এত কাছ থেকে দেখেও যখন গাছের মগ ডাল থেকে নামতে পারিনি, তখন ইন্টারনেট কি পারবে আমাকে নামাতে?
এমন করে বললে কিন্তু বিশ্বাস না হয়ে পারে না! খুউব ভালো লাগলো কবিতাটি।
@মোজাফফর হোসেন,
@মোজাফফর হোসেন,
লিখে যান, আশার আলো দেখতে পাচ্ছি।
বাঙলাদেশ আজ সত্যিই প্রাকৃতিক সকল দূর্যোগের দেশ বলে গন্য হয়েছে।সাইক্লোন,টর্নেডো ,ঘূর্নিঝড়,বন্যা আর অতিপ্লাবন এখন আমাদের নিত্য সঙ্ঘী।এখানে প্রতিনিয়ত বার বার ভূমিকম্পের কাঁপন জানান দিয়ে যাচ্ছে।বৈশ্বিক জলবায়ুর দ্রত পরিবর্তনের কারনে বলা হচ্ছে সাগরের তীরবর্তী ঢালুর দেশগুলি সাগরের গর্ভে বিলীন হয়ে যাবে,তার মধ্যে বাঙলাদেশ অন্যতম একটি দেশ। এখানকার নদ-নদী,খাল-বিল মরে মরুভূমির মতো বিরানভূমিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। যত্রতত্র ধানীক্ষেত,জমি-জমা,খাল-বিল ভরাট হয়ে যাচ্ছে আর অন্যদিকে শুধু বসতবাড়ির কারখানা হচ্ছে।
বাঙলাদেশের মাটি এতো কোটি কোটি জনমানুষের বোঝা আর একবিন্দু বইতে পারছে না এটা যেমন সত্য তেমনি এই কোটি কোটি জনসম্পদ কে কাজে লাগানোর জন্য আমাদের কোন জননেতা তৈরী হয় নি বা নাই। বরং রাজনীতিবিদরা অসুস্থ্য রাজনীতির নামে শুধু নিজেদের ঝোলা বা পেট পুরাতে পুরাতে এমন পেটুক হয়েছে যে সেখানে দেশ ও দশের কি হবে বা হয়েছে তা নিয়ে তাদের একবিন্দু মাথাব্যাথা নাই।শুধু আরো চাই আরো চাই আর খাই খাই ভাবই যেন তাদের জীবনের একমাত্র ধ্যান-ধারনা।
একমাত্র সুস্থ্য রাজনীতিই পারে আমাদের এমন মরনদশা থেকে বাঁচাতে। তার আগে রাজনীতির মঞ্ছ থেকে ব্যবসায়ী মাস্তান,লুম্পেন,চোর-বদমাইশ,জলপাই ও মাফিয়াচক্রের নিষ্কৃতি।
প্রকৃতি ও মানুষ একই বৃত্তের সমষ্টি।একটাকে বাদ দিয়ে অন্যটি অচল এই কথা আমাদের আমজনতা,আমলা,বুদ্ধিজীবি বিশেষ করে অসভ্য রাজনীতিবিদরা সবার আগে বুঝতে হবে।তা না হলে এর মাশুল আমাদের সবাইকে হাড়ে হাড়ে দিতে হবে।
ধন্যবাদ জীবন,ভালাবাসা ও প্রকৃতি নিয়ে আমাদের কবিতাটি উপহার দেয়ার জন্য।
(F)
@মাহবুব সাঈদ মামুন,
ধন্যবাদ, আপনার সুচিন্তিত মতামতের জন্য। মানুষ আর প্রকৃতিকে বাঁচাবার আকুতি আপনার মন্তব্যে যেভাবে ওঠে এসেছে, এ ভাবনাগুলো সবার মধ্যে ছড়িয়ে যাক।
দে’য়ার পালা শুরু হয়ে গেছে।
আবারো ধন্যবাদ।
🙂 🙂 :-)ভালবাশ জিন্দা মরা হয়ে থাকবে।।খুব ভাল লাগ্ল;;;;;; :guru:
@ashar,
আমি দুঃখিত, ঠিক বুঝলাম না। তবে আপনার ভাল লেগেছে জেনে, ভাল লাগলো। ভাল থাকবেন।
অন্যদের খবর জানি না, আমার কাছে এটা বেশ ভালো রকমের প্রেমের কবিতা মনে হয়েছে। আমার এমন মনে হবার কারন কী বলেন তো? :-s
@সাইফুল ইসলাম,
কারণ আপনি প্রে্মিক আর আমি প্রেম করতে গিয়ে দেখলাম প্রকৃতির মত বিপন্ন আমার প্রেম,তাই প্রেমিক হয়ে ওঠা, হয়নি।
খুব দেরি হয়ে গেছে, তবুও।
প্রতুল মুখোপাধ্যায়ের সবগুলো গানই আমার ভাল লাগে, তবে এ গানটা আমারও খুব প্রিয়।
গানটা আর একবার শুনা যাকঃ
http://www.youtube.com/watch?v=u5zkgaOuQ8A
@স্বপন মাঝি
দেশকে নিয়ে আপনার এই যে সবটা, এই যে নোনা জল মরুভূমি, এই যে শঙ্কা, এই যে প্রকাশ; অপূর্ব।
পরিবেশ বিপর্যয় ঠেকানো যাবে না ঠিক কিন্তু একে বিলম্বিত করনে সবার অবিরাম উচ্চারন প্রয়োজন। অগ্রিম ব্যাবস্থা গ্রহণ প্রয়োজন। এটা যে সত্যি আসছে তা সবার বোঝা খুবই প্রয়োজন।
চমৎকার লেখা,
ভালো লাগা সেই অপূর্ব গানটার কিছু অংশঃ
………………………………………
আমি বাংলায় ভালোবাসি,
আমি বাংলাকে ভালোবাসি,
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি,
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়,
মেশে তের নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়,
বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক,
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ
……………
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই……
মনের আকুতি মেশা কবিতা!
ভাল লেগেছে!
@লাইজু নাহার,
পাঠ-প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ, ভাল থাকবেন।
দেশমাতৃকায় নিবেদিত প্রাঞ্জল একটি কবিতা। (F)
@সংশপ্তক,
যে মানুষ আপনার কবিতার শব্দের দোয়ার ভেঙ্গে ভেতরে প্রবেশ করতে ব্যর্থ, তাকে কবিতার ছায়াতলে ঠাঁই দিলে, দে’য়া যেতেও পারে, কিন্তু কবিতায় নয়। তবুও আপনি এই যে হাত বাড়িয়ে দিলেন, এ-ও কী কম?
আপনার লেখাগুলো পড়ি, মন্তব্য করার সাহস হয় না। ভাল থাকবেন। আরো আরো লিখুন।
নীরব পাঠক। সব পাঠকই তো আর মন্তব্যের দোয়ারে কড়া নাড়তে পারে না।
…
ভালবাসি বলেই কি আজ, সেজেছ এই রণসাজ
বেধেছ মুক্ত বেণী, মারিছ মিথ্যা হানী!
জানি আমি সব ই জানি, যত সব মিথ্যে বানী
যত কর ঐ দেহসাজ, সবই যে মিথ্যে লেবাজ!
…
কবিতাটার মদ্ধে ক্যামন যেন বিদ্রোহী বিদ্রোহী সুবাস পাচ্ছি :-s পৃথিবীটার উপর মনে হচ্ছে খুব অভিমান?? :-Y আমি তো বলি চালিয়ে জান…লিখছেন ভাই জব্বর আখ্যান।
@অরণ্য,
আপনাকে নিয়েই তো ভাবনায় পড়ে গেছি। আপনি অরণ্য না থাকলে আমরা থাকবো কেমন করে? অভিমান তো হবেই। আপনার মত কাব্য করে বলতে পারলাম না, দুঃখিত।
পাঠ করেছেন, মন্তব্য করেছেন, অনেক অনেক ধন্যবাদ।
@স্বপন মাঝি,
আমি অরণ্য নগণ্য
তবু পৃথিবীর এত রূপ বৈচিত্র্য
সব আমার ই জন্য!
আমি সেই নীল-সবুজ শৈবাল
প্রোকারিওট আমি,
গ্রাফাইট-কার্বন ছিলেম কতকাল
ছিলেম আমি অগ্নি পিণ্ডে
হিম শীতল বরফে-অগ্নি-বরফে
রুপান্তরিতে মাংসপিণ্ডে!
……
…আমা হতেই জন্মিলে তুমি
করিয়া মরেই ভক্ষণ
নিজ মাতারে তবু কি করিবে না রক্ষণ??