১
বিশ্বাসের বাতাসে ওড়ে মানুষ,
পুড়ে ঘরবাড়ি।
ঘৃণার সমুদ্রে এক নদী
জল আর পানি।
১০ জ্যৈষ্ঠ, ১৪১৮
২
রাত হলে পরে
আমার দিনের ঘুম ভেঙে যায়
জেগে ওঠে দেখি
অন্ধকার
ফেব্রুয়ারি ১৩, ০৬
৩
ভাঙনের ঢেউ, পাড়ে এসে
পৌঁছবার আগেই ভেঙে গেল পাড়।
ঐক্যের সুর ধ্বনিত হবার আগেই
ভেঙে গেলো ঐক্য মঞ্চ।
জানুয়ারী ১৬. ০৮
৪
কতটুকু বলা যায়?
যতটুকু প্রকাশ, তাতেই
চোখের আকাশে মেঘ
তারপর মরুভূমি।
জানু ১৬, ০৮
৫
দুয়ার খুলে চেয়ে দেখি
শূন্য আকাশ ।
ঘরের ভেতর ফিরে এসে
আবারো সেই চমকে ওঠা।
জানুয়ারী ১৬, ০৮
৬
তোমার কান্না দেখে,
মনে হয়েছিলো, একটুখানি কাঁদি। পারিনি।
অন্য একজনের হাসির তোড়ে,
ভেসে গেছে আমার চোখের জল।
সেপ্টেম্বর ০৮
৭
একটা ঘর,
ঘরটা অনেক বড়.
শেষমেশ
ঠাঁই হয়নি কারো।
জানু ৬, ০৮
জীবনের মনে হয় এমনই নিয়ম।
অসম্ভব ভালো লেগেছে অনুকবিতাগুলো যেন প্রান ছুঁয়ে যায়।
অ,ট> আপনার মেইলের আশায় ছিলাম,আছি ?
@মাহবুব সাঈদ মামুন,
আপনার ভাল লেগেছে, জেনে খুব ভাল লাগলো। ই-মেইল করেছিলাম অনেক আগে। সম্ভবত আপনার কাছে পৌঁছোয়নি।
ভাল থাকবেন।
@মাহবুব সাঈদ মামুন,
ই-মেইল করেছি, পেয়েছেন কি?
এখানে বড় ঘর বলতে কি পৃথিবীকে বোঝাচ্ছেন? অল্প কথায় অনেক বৃহৎ একটি অর্থ প্রকাশ করলেন।
@তুহিন তালুকদার,
আপনার প্রশংসা না করে পারছি না।
@তুহিন তালুকদার,
কবিতার অর্থ কি চুড়ান্ত ভাবে কিছু হয়? কবিতার সৌন্দর্য বোধ হয় ওখানটায়। বিভিন্ন অর্থ যার করা যায়। কবি নিজেই হয়তো পৃথিবী মাথায় রেখেই লিখলেন, শেষে হয়ে গেল অন্য এক অর্থ।
অথবা উনি বড় ঘর বলতে হ্রদয়/মন কে বুঝিয়েছেন।
এমন ও হতে পারে, ঘর এখানে শুধুই ঘর।
আসলে কোন একজন জ্ঞানী ঠিক-ই বলেছেন – কবিতার অর্থ একেকজনের কাছে একেক রকম।
বড় ঘরটাকে আমি ধরেছিলাম হ্রদয় অর্থে। আপনার মন্তব্য পড়ে মনে হল তাই তো! তাও হতে পারে।
@স্বপন মাঝি – প্রায় সবাই খুব সুন্দর করে তাদের মতামত আর অনুভুতি জানিয়েছেন পাঠ শেষে। ধরে নিন ওই সুন্দর একটি অনুভুতি এই পাঠকের মাঝেও সৃষ্টি হয়েছে।
বাংলা টাইপিং এখনো ভাল ভাবে রপ্ত হয়নি, তাই বানান ভুল হলে ক্ষমাপ্রার্থি।
@ছিন্ন পাতা,
প্রশংসার ভার বহনে অভ্যস্ত নই। আপনাদের আস্কারা পেয়ে নিজেকে না আমার কবি ভাবতে শুরু করি, সেই সংকটে না পড়লেই হলো।
পাঠ-প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।
@ছিন্ন পাতা,
একদম সহমত। আমি এর অন্যতম অর্থ অনুমান করার চেষ্টা করেছিলাম মাত্র।
এখানে বোধহয় আপনি হৃদয় লিখতে চেয়েছিলেন। আপনার অনুমিত অর্থটিও সমানভাবে প্রযোজ্য। নতুন দৃষ্টিকোণ থেকে লাইনগুলোকে দেখার সুযোগ পেলাম। ধন্যবাদ।
অল্পকথন নামে ব্যাপক কথন। :clap
সবগুলো একসাথে করে দিলেও হয়ত ভালো লাগত, অবশ্য দেখতে আরাম পড়তে আরাম ব্যাপারটা আবার থাকত না।
খুব ভালো লেগেছে।
উঠে, দুয়ার ইত্যাদি বানানগুলো ঠিক করে নিলে ভালো হয়।
@কাজী রহমান,
আপনার ভাল লেগেছে জেনে যারপরনাই প্রীত। দুয়ার বানানটা ঠিক করে দিয়েছি।
ভাল থাকবেন।
মনের ভেতরে যেয়ে ধাক্কা দিল!
খুব ভাল লাগল!
@লাইজু নাহার,
অল্পকথনগুলো একজন কবি-র ভাল লেগেছে জেনে আমার ভাল লাগলো।
চার লাইনে এত সুন্দর শেষ কবে পড়েছি ভুলে গেছি।
তবে একটা প্যাটার্ন দেখতে পেলাম লেখায়। হঠাৎ করে কন্ট্রাডিকশান-এ চলে যাওয়া। যেমন, দুয়ার খুলে দেখি শূন্য আকাশ। সেখানে হয়ত চমকে উঠার আশা করবে সবাই। কিন্তু সেটা না হয়ে ঘরে ফিরে চমকে উঠা। তারপর যেমন, চোখের আকাশে মেঘ, আর যাই হোক এ লাইনের পর কেউ মরুভূমি আশা করবে না।আবার ঘরে সবার ঠাঁই হবার কথা, তা না হয়ে হলো উল্টোটা। সব মিলিয়ে দারুণ হয়েছে অল্পকথন। সবচেয়ে ভালো লেগেছে, জেগে উঠে দেখি অন্ধকার।
আরো লিখুন। 🙂
@মইনুল রাজু,
আপনি তো শুধু লেখক নন, একজন সমালোচকও বটে। একটা ঘোর লাগা সময়ে তাল লয়হীনভাবে যা কিছু বেরিয়ে আসে লিখে রাখি। নিজেও যা ভাবিনি, আপনি তা দেখিয়ে দিলেন।
আপনার জ্ঞান-গম্যির প্রশংসা করতে হয়, করেও সুখ।
দেখতে আরাম, পড়তেও আরাম!! (Y)
@টেকি সাফি,
আমি তো আপনাকে আরাম দে’বার জন্য এগুলো প্রকাশ করিনি। তবুও আরাম পেলেন, কি আর করা?
অনেক ধন্যবাদ।
দারূণ ;লাগলো আপনার অণূকবিতা গুলো।
@আফরোজা আলম,
পাঠ-প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
খুব ভাল লাগল সবগুলো কবিতা!
কোথায় যেন একটা হাহাকার বেজে উঠেছে,
রাত হলে পরে
আমার দিনের ঘুম ভেঙে যায়
জেগে ওঠে দেখি
অন্ধকার
এটা এবং
দোয়ার খুলে চেয়ে দেখি
শূন্য আকাশ ।
ঘরের ভেতর ফিরে এসে
আবারো সেই চমকে ওঠা।
এটা, আমার কাছে খুব অন্তমিল লেগেছে।
সাধুবাদ রইল, সামনে আরও পওয়ার প্রত্যাশা রইল…
@নাসিম মাহ্মুদ,
সত্য বলতে কি, ছন্দের ব্যাপারটা আমি বুঝি না। খুব সহজ গানেও তালি দিতে পারিনা। তালি দিতে না পারলে কি হবে, জাগতিক জীবন তো আর ছাড়ছে না। তাল থাকুক আর না থাকুক কিছুটা বমন হয় আরকি।
আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভাল লাগলো আপনার মন্তব্য।
আপনার অণু কবিতাগুলো ভালো লাগল। কবিতার পদগুলোর শাব্দিক অর্থের ভেতরে গভীর কিছু চেতনাকে প্রকাশ করেছেন।
এখানে বোধহয় দুয়ার হবে।
ধন্যবাদ।
@তুহিন তালুকদার,
কবিতা,ছড়া এগুলোতে দোয়ার এর ব্যাপক ব্যবহার আছে 🙂
@তুহিন তালুকদার,
আপনাকে খুব করে ধন্যবাদ, ভুল বানান ধরিয়ে দে’য়ার জন্য। বানানটা ঠিক করে দিয়েছি।
পাঠ-প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।