স্বদেশ আজ মৃত্যুপুরী, মরার-দেশ!
নির্ঘুম রাত, দু’চোখে অশ্রুজল! স্বজন হারা ব্যথা- বেদনায় বুক ভার! বুক ফাটে তো মুখ ফুটেনা! চারপাশে, বোবা-কান্নার বুকফাটা মাতাম! -সকরুণ আর্তনাদ! বাক্হীন, নির্বিকার আহাজারি! হতবাক!... ভাষা নেই মুখে! আশাও নেই, নিরাশা-হতাশায় দুর্বিষহ জীবন! দু’চোখে কেবল অশ্রুজল! মৃত্যুর-মিছিলে স্বদেশীয় স্বজনেরা একসাথে স্বদেশ আজ মৃত্যুপুরী, মরার-দেশ! চারদিকে গুম- হত্যা-খুন, দেশে-থাকা মানে নির্ঘাত আত্মহত্যা! মরার স্বদেশ হতে পালিয়েছি [...]